একুশে তো বেশ সুন্দর সময়
পড়া-লেখারই এক সুউচ্চমান;
হৃদয়ে স্বপ্ন জাগা একটি মূল্যে
জীবনবোধ সাধনা ফল মাল্য।


এমন একটি বয়স তা যাই হোক
রহে জীবন গড়ার স্বপ্ন-সাধপূর্ণ।
নিজেকে গড়তে অক্লান্ত পরিশ্রম
কখন হতে পারবে উপযুক্তজন?


তবেই না গড়তে পারবে বৈবাহিক
জীবনের সুখ দিল্লিকা-লাড্ডু পূরণ'
খেলেও পস্তাতে হয়; না খেলেও;
তারপরও বিবাহিত জীবনেই সুখ।


সময় যেন বড়ই কঠিন বয়স বলে
কতকথা পড়া-লেখারও উপযুক্ততা।
যৌবন মানতে চায় না  কোন বন্ধন
হাজারো রকমের সুখ-ভোগ কামনা।


স্বপ্ন বাস্তবতা ঠিক রাখতে দিতে কি
চায় মন? মন বলে আরে দেখো না!
ঐ'যে যায় দিল্লিকা লাড্ডু, বেশতো;
মাথায় চাপে ভারী ভূত; ছাড়তে কষ্ট!


সেই মনটিকে ঠিক করতে হতে হয়
মানুষ হিসাবে নিজকেই মস্ত বড় ধীর।
কল্পিত অপূর্ব সচেতনতা নৈতিকের
মূল্যবোধ মানুষ পরিচয় অর্জন সেরা।


গড়তে হবে জীবন এমন সাধনা স্থির
ছাত্র জীবন বড়ই ভাল সুন্দর জীবন ।
তারপরেও অনেক অজানা স্বপ্নেরই
অজানা আগমনে করে প্রতিবন্ধকতা।


প্রতিটি মানুষের জীবনেই আসছে;
আসবে; পর্যায় ক্রমে একেক করে।
যা-আসা-তা-পাওয়া-বড়ই-যে-দ্বায়
বিবাহের যৌবন করে টলমল তাই।
×××××××××××××××××××××××
বাণী: মানুষের জীবন বড়ই কষ্ট সাধ্য জীবনের বসবাস। যা কল্পনাতীত। ভাবতে অবাক লাগে। জীবনের এমন সময় আসে, যে জীবনে কখনও আশা করি নাই যে, কোন প্রকার খারাপ পথে পাওয়া বাড়াবো! তারপরও এমন সব উদ্ভট শয়তান এসে ভর করে থাকে। যার জন্যে মানুষ অজানাতেও ভুল করতে পারে। সেই জন্যে মানুষকে আল্লাহ্ তাওয়ালা তাওবা করে ভবিষ্যতে আর করবে না ওয়াদা করত: মাফ চেয়ে ক্ষমা স্বীকার করে পাপ মুক্ত হতে বলেছেন। যে আর পূণরায় করবেন না। সেই ওয়াদা রক্ষা করে জীবন অতিবাহিত করে চলার অপর মানই হল একজন মানুষ হিসাবে সংগ্রাম জীবনের মূলবোধ মানুষ গড়ে উঠা।