প্রথম মেয়ে দেখা(এক);
জানতে পারি-বারিক ভাবে এক আত্মীয়ের মাধ্যমে
অমক এলাকার অমকের মেয়ে বেশ ভাল স্বভাব!
মিষ্টহাসির অপরূপ সৌন্দার্যের হরিণী কাজল চোখ'
তাকাতেই যেন নয়ন আর চায় না সরাতে এমনই।


কতকথার মারফতি হাজার রকম অসাধারণ রম্য
রসিকতাতে চলে বিবাহ পর্ব বলে কথা সকলের।
মেয়ে দেখা শোনাতে বেশ মশগুল ছেলে পক্ষের
কেমন মেয়ে পরিবার কেমন; মা-বাবা-ভাই-বোন!


কি যে সব রম্য রসিক মননে ভরপুর সবই অনন্য
শোভা মন অপূর্ব হৃদয়ে গাঁথুনির প্রেম ভরা মনটি।
আনন্দ-উল্লাসিত উপভোগ্য হবে পরিবার নতুনত্ব
একে অপর সবই এক অসাধারণ সুমতির হৃদ্যতা।


কেমন মানুষ এক কথা এ কথা সে কথা বেরিয়ে
আসে মেয়ের বাবা কি করেন? ছেলের বাবা কি
করতেন বংশ কেমন? যোগ্যতা কি? করেন কি?
আয়-রোজগার কেমন? বেতন-ভাতা কতটা সেই!


জানা যায় মেয়ের বাবা করতেন কর্ম পরিবহণে
চালক হিসাবে বেশ তারি খাওয়া-মাতাল অস্তির'
এ'বেসামাল-বেয়াকুব-বেয়াদব-নীড়হারা আয়েশ
মহিলা পাড়ায়; বউ-ছেলে-মেয়ে কোথায় অজানা।


সেই লোকে কহে শোনেন ছেলের পক্ষ সকলেই
ছেলেদের বড় পরিবার খরচ বেশি লোক সংখ্যাও।
হায়রে মানুষ আরো বলেন, ছেলে পছন্দ তা ঠিক'
তবে বিবাহ দিতে পারি মেয়ে যাবে না শশুরবাড়ি!


ঐ অমক সড়কে আমার তিন শতাংশ জমি আছে
ছেলে বিবাহ করলে সেখানে থাকবে ঘর উঠায়ে।
ছেলে বাড়িতে দিতে পারবে না টাকা-পঁয়সা কানা
-কড়ি ভাই-বোন-মা-বাবা-কোন কাউকেই এ'ধরা।


মেয়ের বাবা যার অভ্যাস না গেলে পতিতাতলায়
একদিন। সেই লোক হয় গার্ডিয়ান মেয়ের বাবা?
হায়রে বাবা-মা আমাদের এ'সমাজেরই বুকটিতে?
নিজের থাকে না চাল-চুলার ঠিক-ঠিকানা সে'লোক!


মুখেই শোনা যায় আদর্শ বুলি; কতকথা রূপশোভা
যায় না বুঝা আসল-নকল-কে বা কারা একটু বেশ!
জানতে সুযোগ পেলে বোঝা যায় কে কেমন মনুষ্য?
সেই মানুষেরা অপদার্থ অপর হেলা হয় না ঐ'নিকাহ।
×××××××××××××××××××××××××××××××××
বাণী: সমাজে এক শ্রেণির খারাপ লোকেরাই বেশি দাম্ভিকতা ও আঁগলা ফুঁটানী ফুঁটাতে থাকে। আর ভারী কলসি কখনও বাঁজে না। সেই প্রমাণই আমরা বিধাতার হুকুম মতে চললেই একে অপর আপন জ'না। নয় পর; নয় ঘর-ছাড়া; মানুষ আমরা।