বিশে বসতে মনটি বিবাহ্ করতে
সেই হৃদয়টি চাহে অনন্য ভাবনা।
বলে কথা উষা মনন সতত ত্যাগ
প্রেম ভাবনা আশার আলো সুহৃদ।


ঐ'মনের মাধূরীতে বক্ষ প্রেরণায়
অনুগামী সুজলা-সুফলা-আসস্তে।
বিবাহ পাত্র-পাত্রী সানিধ্যতা লাভ
কাম-ভাবনা-জাগ্রত-নয়ন-পলক!


সুন্দর চেতনাবোধ জীবনটি সাম্য
অস্তিত্ব রক্ষা আত্মামর্যাদা পূর্ণের।
তবেই বিবাহিত পাত্র অনন্য ধন্য
পাত্রী পক্ষে সুজ্বলা-সুফলা বরে।
××××××××××××××××××××××
বাণী: সময় আর নদীর স্রোত যেমন কাহারো জন্যে অপেক্ষা করে না। তেমনি যোগ্য পাত্র তৈরি না হয়ে বিবাহ মনোভাবে অনুপযুক্তে বিবাহ করলে। সেই অযোগ্যে নারীর সানিধ্যতা লাভের চেয়ে বরং হিতে বিপরীত দুঃখ-কষ্ট পেতে হয়। তাই বিবাহিত জীবনের প্রকৃত সুখ পেতে অবশ্যই পাত্রকে কর্মঠ, সময়-নিষ্ঠা ও দায়িত্ববান হতে পারলেই কেবল মাত্র বিবাহের পাত্র হওয়ার যোগ্যতা লাভ করতে পারা যায়। অন্যথায় মিছামিছি বিবাহি নামক সংসার করা ছাড়া আর কিছুই নয়।