আমার দেশকে'ই আমি ভালোবাসী
আমার দেশ বাংলাদেশ!
আমার মা জননীর ভাষাও  যে বাংলা
আমরা সকলেই বাঙ্গালী।


মায়ের সাথে ঐ;সেই ছোট্ট বেলা ঘুরা
বেরিয়েছি কত জায়গায়।
আপন পর সকল মাঝে পেয়েছি সুখ
এতো আনন্দ অতুলনীয়।


অনেক জেলা বেরিয়েছি কর্মময় জীবন
জীবন চলার পথ মনটিতে।
প্রায়'ই সব ক'টি জেলা শহর রয় চেনা
এখনও অচেনা রয় মানুষ!


তারপরও আমার দেশ বাংলাদেশ অপরূপ
সবুজ-শ্যামলে-ঘেরা সেথায়;
নদী-নালা-খাল-বিল-ডুবা অপূর্ব শোভা
মেলানো দায় এ'ভব তটে।


এই সেই দেশ মাতৃ-মায়েরই দেশ বাংলা
আমার জানা নেই অন্য দেশ!
যাওয়া হয়'নি ইতিপূর্বে কখনও কোন দেশ
সময় বলছে যেতে তাই যাচ্ছি।


দেখে আসি কেমন দেশ বৈদেশ সেথা?
আমার দেশের মতন হয় কি?
এমন সুন্দর পরিবেশ আছে কি বিশ্বে?
সভ্যতা ছড়ায় অ্যাপ্যায়ন সেরা।


তাই তো আজ যাচ্ছি পার্শ্ববর্তী দেশে
উন্ডিয়ার কলকাতা টু পোনে।
আর জে একাডেমী মিডিয়া অব প্যারিস
ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে।


টেস্ট দিতে পিএইচ.ডি অব ব্যবসায় প্রশাসন
ডক্টরেট ডিগ্রী অর্জন সাক্ষাৎকার।
সেই না চেনা হবে কেমন দেশ যতটুকু দেখা
দোয়া-আর্শিবাদ চাই সকলজ'না।


মোঃ জাকির হোসেন বিপ্লব নামটিতে যোগ
কবি ডক্টর মোঃ জাকির হোসেন বিপ্লব।
মাইল ফলক আরেকটি ডিগ্রী অর্জন সৌরভ
এমন জীবন প্রত্যাশা বিধাতার দয়ায়।
×××××××××××××××××××××××××××××××
বাণী: প্রতিটি সচেতন নাগরিকের উচিৎ নিজস্ব দেশের প্রতি আস্তা ও মহত্ত্ব- প্রেম জাগ্রত রাখা। আর সেই মতেই দেশ প্রেমে দেশকে সুন্দর জায়গায় স্থান তৈরিতে উদ্ভাসিত কল্যাণ কর কর্ম করে দেশের সুনাম বয়ে এনে বিশ্ব দরবারে পরিচিত লাভে ধন্য করা। সেই সকল নাগরিকগণকেই দেশ খুঁজে থাকে। আর তারাই সুনাগরিক বলে সুবিবেচিত।।