সবই তো আছে যে জানা বিধাতার!
যার জন্যে সৃষ্টি এই পৃথিবীর;
সে কি যে এক প্রাকৃতিক সৃষ্টি!
প্রাকৃতি হতে প্রকৃতি নেয় যে এক অনন্য নিলা’
সে যে কি এক সৃষ্টি!


প্রকৃতি পায় যে প্রাণ
পায় যে পৃথিবী এক অন্য রকমের ঘ্রাণ
যা না কি অতিই দৃষ্টি নন্দন
হবে কি সেই নন্দিত দৃষ্টিতে..
এই পৃথিবীর আবহমান এক অন্য রকমের নীলার সৃষ্টি!


কি কারণে সৃষ্টি এই পৃথিবী?
কি কারণে তৈরি প্রাকৃতিক এই পরিবেশ?
কি কারণে সৃষ্টি প্রকৃতির?
কোথা হতে সৃষ্টি যে প্রকৃতি?
প্রাকৃতিক হতে যে সৃষ্টি প্রকৃতির;


সবই সৃষ্টি’র কুলের রহস্য ও ভেদ যে বিধাতা।
এই প্রাকৃতিক হতে প্রকৃতি..
যা না কি উভয়েরই রয়েছে আপন ঘর;
সে যে এক বিধাতার নীলা ভূমি!


এই সৃষ্টি’র তদারকিতে যে মানব কূলের;
মানব জীবনকে করতে সহযোগিতায়
সৃষ্টি যে অন্যান্য প্রাণী কুলেরও;
কাকে দ্বারা কি হবে?
কে বহন করতে পারবে?
কে পারবে না?
এই পাড়া না পাড়া টা কি?
আমরা মানুষরা জ্ঞানী মনে করি
আসলেই কি প্রকৃত জ্ঞানী?
প্রকৃত জ্ঞানের মালিক তো সেই সৃষ্টি কর্তা!


যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী।
আমরা মানুষরা শুধু বিধাতার কৃপায়,
অশেষ রহমত সৃষ্টি কর্তার,
সামান্য দয়ায় আমাদের জ্ঞানার্জন;
যা না কি আধা-জানি-আধা-অজানায়
বাকী টা না জানাতেই অনেক জ্ঞানী!


এই ভেবে করি নিজেকে যে ক্ষয়;
নিজেকে জানতে চাইলেই জিজ্ঞাসা করাতেই
প্রশ্ন জাগে আমি যে কি?
করছি যে কি?
কাকে করছি ছোট?
কাকে করছি যে বড়?
কি যে আমার অজানা?


এক সময়ে জানলে নিজেকে
পেতে পারি এক অন্য রকমের অজানা;
আমার তো কোন শক্তিই নেই নিজেকে বোঝার!
সবই তো বোঝার ও জানার পরিচয়ে
জানা আছে যে বিধাতার।


আজকের আমরা মানুষরা
কি যে করছি; কিসের নেশায়?
কাল যে বাঁচবো কি ভাবে জানতে পারা যায়?
এমন কি কেহ আছি এই জগতে
জানার ও বলার?


আমরা যা কিছু করি না কেন;
করলে ভাল; করলে মন্দ
আমরা ভাবি কেহ নাই যে জানার!
সময়ের অপেক্ষায় এক দিন আগে ও পরে
হিসাব যে সবই বলে দেয়।


যে জন চাহে জীবনের হিসাব
করবে সে জন করাবে নিজেকে অংকে ভাল ফলাফল;
তবেই তো মিলবে কোন মতের হিসাব
তাও তো শক্তি সেই বিধাতার।


ভেবে কি দেখেছি আমরা মানুষরা
উচ্চ শিক্ষা অর্জনের আশায়
অর্জন করি যদি উচ্চ শিক্ষা!
সমাপণীতে ফল হয় যদি একে এক (প্রথম ক্লাশ)
আজকে ফল হাতে পেলাম! হব একদিন বড় জীবনে;
সকাল হলেই সংবাদ এসে যেতে পারে অকালের!


হবে না যে তার বড় হওয়ার স্বপ্ন পূরণ!
অজানাতেই থেকে যায় আগামী দিনের খবর
যতই থাকুক না কেন আবহাওয়া অধিদপ্তর’
সংবাদ মাধ্যম ও মিডিয়া জগৎ!!
ডাক্তার-নার্স ও বিশেষজ্ঞ জন।।


আমরা যা কিছু দেখি না কেন; করি না কেন
এই শক্তি বিধাতা দিয়েছেন শুধু তারই
এই বিশ্ব পরিভ্রমন টা পরির্চচায়
কি করে তার সৃষ্টি জগতের মানুষ?


করে না কি আমানতের খেয়ানত?
দিয়ে যে ধন পরীক্ষা করে দেখে যে মন!
হয় তো আমরা মানুষরা মনে করি;
দেখছে না যে কেহ।।


অন্যায়ের বোঝা করি যে ভারী
ধ্বংস যখনই হই তখনই বুঝতে পারি
করেছিলাম যে কি অপরাধ?
না জানা তেই যে করেছি এই ভুলের পাপ!


আফসোস যে জীবনের সেই জন্যেই
আমি লেখক বলতে যে চাই!
মানুষ না জেনে ভুল করে;
তাহলে করার পূর্বেই জানার ছিল দরকার;
অপরাধ বা ভুল করে তবে কেন বলি জানা ছিল না আমার?


করতে জানা না থাকা; বলতে জানা না থাকা;
বলতে জানা না থাকা; অর্জনে অনিহা; তাহলে..
সবই যে অজানা! আসলে কি মানুষ আমরা?
যাহা কিছুই জানি সবই যে অজানা?
যদি না সত্যের পথে চলা
সবই তো রয়েছে বিধাতার হিসাবের খাতায় জানা।
                  =***=
বাণী : অধিকাংশ মানুষ সব সময়ই অকৃতজ্ঞ!!!