তোমাতে আমায় মনটা যে খোঁজে!!!
তুমি নেই কে বলেছে আমাদের মাঝে;
অনেক অনেক ভাল বাসী তোমাকে'
যখন তুমি ছিলে বলিষ্ঠ‍্য নেতৃত্বের এক
নিষ্ঠ বাংলার মানুষের কান্ডারী ও ভরসা
এই বাংলার আপামোর জনতার নিপীড়ন
হতে বর্হি:শক্তির পরাধীনতার শিকল ভেঙ্গে
দিয়ে গেছো একটি উপহার সোনার বাংলা
আজিকের বিজয় দিবসের লাল সবুজের
অমৃত স্বাদের বাংলা ও বাংলার সকল জন
পদের একটি নির্ভরশীল সবুজে শ‍্যামলের
অপূর্ব ও স্নিগ্ধ মাখা সূর্যের হাসীর অপর
মহোতায় জোঁৎস্নার অপলক স্নিগ্ধতার এক
আলোক বর্তিকার এই বাংলার স্বাধীনতার
স্বাধীন স্বার্বভৌমত্বের একটি নীল আকাশ।।


তুমি সেই মহান নেতা যার হয় না তুলনা অন‍্যে...
যখন তুমি এই দেশের তরে জীবনকে উৎসর্গ
করে ছিলে তখন আমি আসিনি এই ত্রিভূবণে
তাই তো দেখা মেলেনি তোমার সাথে সেই
নেতৃত্বের বলিষ্ঠ‍্যতার আত্ম:স্বাদের আস্তাদনে।
বিধাতা যখন আমার মায়ের কোলেতে এনে
দিলেন তখন আমি শিশু তোমায় দেখতে
কেবলই দু'টি চোখ অপলক নয়নে সেই উনিশশত
চুয়াত্তর সাল বুঝে উঠিবার পূর্বেই তুমি চলে যাও
স্বপরিবারে ঘাতকদের নির্মম হত‍্যাকান্ডের বলির স্বীকারে।
যা হবার ছিল না; যা মেনে নেওয়ার নহে;তাই করেছে'
বরবর নৎসার বদমাহিশের দলেরা এই বাংলা তাদের
ক্ষমা করবে না করতে পারে না।।


তাই তো তোমার বিয়োগের অভাব পূরণে ভালবাসায়
শিক্ত আমার মন ও প্রাণের টানে বিনীত ও বিনম্র শ্রদ্ধা
জ্ঞাপনে হই একতায় বল আমি তোমারই আদর্শ করি
পছন্দ সকল কিছুরই উদ্র্ধে দেশের স্বাধীনতা অর্জনে।
তাই তো এই বিজয়ের উদযাপন সেটাও সর্বত্র তোমারই
স্মরণে; জন্ম তোমায় স্বার্থক মোরা এই বাংলায় রেখে
চলে গেছো পরপারেতে হয়নি তোমায় মৃত‍্যু ঘাতকরা
তোমাকে অন‍্যায় ভাবে হত‍্যা করেছে বটে তবে কি হয়েছে
এই তো তুমি রয়েছো সকল বাংলার মানুষেরই মাঝে।
===×××===
===×××===
বাণী :  নেতা ও নেতৃত্ব সবাই হতে ও দিতে পারে না; তাই যোগ‍্য নেতা ও সুযোগ‍্য বলিষ্ঠ‍্য দেশ বরেণ‍্যকে কখনও ব‍্যক্তির স্বার্থ বিবেচনায় নিয়ে মহান ব‍্যক্তিকে শূন‍্য করা বোকামী ছাড়া আর কিছুই লাভ করা যায় না।।