বিজয়ের মাস এই সমযে
রয় যে মনে অন্ত:জামি হয়ে
বাংলার স্বাদ সেই অর্জিত
শত শহীদের দেহ ত্যাগের
শপথের বিনিময়ে আজিকের
এই মাস মহান স্বাধীনতার
বিজয়ের আনন্দ ঘন বাংলার
আকাশে বাতাসে উদ্যোলিত
বিহঙ্গের ন্যায় সাড়া জাগানো
অপলক নয়নের চিরচেনা এই
সবুজ-শ্যামলের বাংলার আকাশ
মুক্ত ও মুক্তি পেয়ে উন্মুক্ত করে
বিজয়ের মাল্য ফুঁটায়ে শহীদের
সন্মান পেয়েছেন যারা তারাই তো
প্রকৃত পক্ষে মহান! আর সেই নামেই
প্রতিটি বছর নিয়ে আসেন অনুরুপের
অপূর্ব মাসটি সেই মহান বিজয় দিবস
১৬ ই ডিসেম্বর' ইতিহাস স্মরণে'১৯৭১ইং।।
মন ও প্রাণ ভরে স্মরণ করি এই মহান
বিজয়ের ডিসেম্বর মাসটিকে' আমরা
বাঙ্গালী এই বিজয় ও চির সবুজের
বাংলাদেশকে নিজের জন্ম ভূমিকে
ভালবাসা দিয়ে ধরে রাখতে হবে
আমাদের। বর্হি:শত্রুদের সাথে কোনই
নয় আপোষ আমাদের! নেই কোনই
দেশ নিয়ে গোপন বৈঠক গুপ্তচরদের
সাথে। এই মহান স্বাধীনতা উদযাপনে
রইবে শুধুই এই বাংলার আপামোর
জনতায় একই বিনা-সূতায় গাঁথা মালাতে
সকল কিছুরই উর্দ্ধে রইবো এক ও অভিন্ন'
দেশের স্বাধীনতা রক্ষায় ব্রত:হয়ে।।
তবেই তো মহান বিজয়ের মাস জবে
রইবে এই বাংলার সকল শিশু, কিশোর,
আবাল, বৃদ্ধ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল
মানুষের মন ও প্রাণের গাঁথুনীতে হয়ে
ভিত্তির স্বাদ বিজয়ের প্রতীক সেই শহীদের
মহান বিজয়ের মাস স্বাধীনতা অর্জন স্মরণে।।
===×××===
===×××===
বাণী : বর্তমান সময়ে যদি কোন জন বলে থাকে এক অর্জনই চির অর্জন নয়! যা সব ক্ষেত্রেই এই উক্তি প্রকাশ প্রযোজ্য নহে। তুচ্ছ-তাছিল্ল্যতায় অপদার্থের ন্যায় না জেনে না বুঝে কোথাও ব্যক্তির রেষা-রেষির কষাঘাতে অবান্তর কথা বলা ঘরে-বাহিরে কোথাও সঠিক নহে, বিবেক চৈতন্যে নিজেকে সচেতন ও সজাগ রাখিতে হইবে যে আমার মতন একজন সামাণ্য ব্যক্তির চেয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণকর স্বাধীন রাষ্ট্র বড়ই অমূল্য অর্জন। একবার হাত ছাড়া হলে পূণরায় উদ্ধার করা সহজ লভ্য নহে।।