আজ গিয়ে ছিলাম গ্রামের বাড়ি পরানপুরে
গেলাম গাঁয়েরই ছোট হাটটিতে।
প্রতি সোমবার ও বৃহস্পতিবার এই হাট বসে
খুব ভালো লাগলো কত আপনত্ব!
এলাকার প্রতিবেশী বড় ভাই পড়ার সাথীরা
একে অপর সাক্ষাৎকার চা পান।
কত কথা মুচকী হাসীতে অপলক দৃষ্টি চোখে
এরই মাঝে নামাজ কায়েম করি।
পরিশেষে সকল থেকে বিদায় লগনে ফুলবল
স্পর্শতার পথ ঘেষে বাড়ি ফেরাপথ।
যেতেই চোখে পড়ে ব্যাটমিন্টন খেলা চলছিল
আমাকে দেখা মাত্রই ভাইয়া খেলেন।
বলতে দেরী ব্যাট হাতে নিতে নয়তো বিলম্বমন
একটি গেমস খেলা ও বিজয় পেলাম।
সন্ধ্যা আটটা ঘণিয়ে তাই বিদায় খেলা ময়দানটি
গ্রাম ছেড়ে শহরে আসতে হবে সে'জন্য!
বাড়িতে ফিরে গরম পানি দ্বারা গোসল সেরে স্বস্তি
মায়ের স্নেহ ছোট ভাই-বউয়ের অ্যাপ্যায়ন!
বেশ সুস্বাদের ছোট মাছের চর্চারী তরকারী ও গরম
ভাতের অপূর্ব তৃপ্তি দায়ক ভোজন বিলাস!
আসল কথা কি আজও রসনা-বিলাস অপূর্ব রম্যস্বাদ
গ্রামের বাড়ির লাকড়ী দ্বারা রান্না তৃপ্তিদায়ক।
অতুলনীয় রান্নার স্বাদ শহর গ্যাসের চুলা ভিন্নতা দেখা
সত্যই তুলনা হয় না রসনা বিলাস ভোজন।
পরিশেষে ছুটে এলাম শহর রাতত্রী যাপন বাসাটিতে
স্ত্রীর সুখ ঠিকানালয় রাত্র দশটা বাজতেই।
সত্য কথা বলতে কি গ্রাম হল মায়ের সমান গ্রামটি
ছেড়ে আসতে চায় না মন ও প্রাণের টান।
তবুও না ছেড়ে আসতে চাওয়াটাও বড়ই আবেগ মাত্র
সব সময় সব কিছু মন বেগ ঠিক নয় তো।
জীবনের প্রতিটি চাওয়াই সব সময় সঠিক নাও হতে
পারে। ঐ'মনটি পোষ ভেরিয়ে এলাম গ্রাম।
*******************************
বাণী: ভালো লাগার উদ্দেশ্য এই নয় যেন মত্ত হওয়া। সব সময় সব ভালো লাগা বিনোদন হতে পারে। তাই বলে প্রয়োজন ছেড়ে অহেতুক সময় অপচয় করাটা ঠিক নয়।