বিশ বা কুড়ি হলে বয়স
শত শত পুরুষেরা বাবা
হওয়ার স্বপ্ন বিভোরেই
চেতনা যোগায় ঐ'মনে।


জুনিয়র মেগা বয়সের
যুবকেরা কি যে ঐ'সেই
নন্দিত মনে লাজুকের
লজ্জা দু'চোখের পলকে।


বাবা হওয়ার স্বপ্ন মনে
পরিবার-পরিজন করে
ভাবনা দিতে হবে সন্তানকে
শুভ বিবাহ আনন্দ ঘনতে।।


হয় যে শুভ বিবাহ অনুষ্ঠান
সেই তরে গাঁটছড়া বাঁধাতে
হয়ে স্বামী-স্ত্রী চমৎকার স্নিগ্ধে!
অপূর্ব সংসার নামক ভালো'


লাগাতে ঐ'সেই অনন‍্যতার
হৃদয় মনের ভালোবাসাতেই
সংসারে আলো ঝলমলের
স্নিগ্ধের শোভা পেতেই রয়।


আলোকিত জীবনের তরে
পরিবারে নতুন মুখের সন্ধ‍ান
মেলে আসে পিতা-মাতার
কোল জুরে অপরুপ নজর কাঁড়া'


কোমল মতি সোনা সন্তান!
সেই সন্তানই একদিন হয়ে
বড় কি যে ভাল লাগে ঐ!
পিতা-মাতাতে আপনের তরে।


পিতা যে তাঁর সর্বস্ব শ্রমের
বিনিময়ে প্রচেষ্টা অব‍্যাহত
রেখে মাথার ঘাম পায়ে ফেলে
অক্লান্ত শ্রমে সন্তানকে ধীরতায়


শেখায়েছেন পড়াশোনা কত
কাঠ-খড় চড়াই- উৎরায়ে।।
সত‍্যই হয় না তুলনা পিতাজান
হতে অন‍্য কোনই কিছুরই সাথে।।


তাই তো প্রত‍্যেকটি সন্তানের'
পিতা-মাতা থাকে যেন সুখে!
নিরাপদে একে অপরের তরে!
বাবার প্রতি রইলো আন্তরিকতা'


আমরা বাবাকে যেন রক্ষা করি
ভবিষ‍্যৎ মুখ উজ্জলে রই যেন
ভাল জ্ঞান অর্জনে কর্ম করে সঠিক
বাবাকে পরিচর্যাতে দেই মন খুঁশিতে...


এক অপূর্ব মননের অসাধারণ!
দিবসটি প্রতিটি বৎসরের বিশ
জুন বাবা দিবসে আমরা  রইবো
পালনে শ্রদ্ধ‍া সিক্তের বিনীত নিবেদনে।।
===×××===
===×××===
বাণী: আল্লাহ যার জন‍্যে যে রহস‍্যে সৃষ্টি করলেন মানব জাতি। বেহেস্ত হতে বের করে দিলেন যে রহস‍্যে হযরত আদম-হাওয়া (আঃ) কে। যারন‍্যায় এই দুনিয়াতে মানুষের আর্বিভাব। সেই মহান ব‍্যক্তিত্ব হযরত আদম-হাওয়া (আঃ) কে ভুলে কভু নাহি স্মরণে আজ পালিত হতে যাচ্ছে কোন মনে বাবা দিবস!!! বাবাতো চিরন্তন সত‍্য নহে। মানুষ সৃষ্টির রহস‍্য আল্লাহর প্রদত্ত মাধ‍্যম হযরত আদম-হাওয়া (আঃ) চিরসত‍্য। সেই সত্যের অবতারণাতে মানব সৃষ্টি কূলকে জাগ্রত মনে স্মরণীয় করে রাখতে হযরত আদম-হাওয়া আলাইহিস সালামকে পবিত্রতার সহিত প্রতিটি বৎসর অবিস্মরণীয়তায় অবশ্যই পালনীয়।  যা রক্ষা পাবে বিশ্বের প্রতিটি মানুষের ঘরেঘরে। এতেই পিতা-মাতাকে স্মরণ করা হবে পবিত্র বন্ধনে। অন্যথা নহে।। আমিন।