কে বলেছে দেশ শত্রু মুক্ত হয়েছে?
কোথায় দেশ স্বাধীনতা লাভে ধন‍্য?
যে জন দিবসে মনের হরসে জ্বালায়
মম বাতি পায় কি আর নিশিত প্রদীপ।


আমি কখনও জ্বালাইনি অপ্রয়োজনে
কোন কাল অপচয়ী প্রদীপ হেয়ালী।
একটি পরিবার মুখে বলে আদর্শতা
শেষ নেই তাদের বিদ্বেষ অপ-রটনা।


ঐ'পরিবার হতে নিজ ভাই-বোন সকল
একান্তই আপন জানা নিজ চাল-চুলার
ছিল না খবর যেথা সেথা ঠাঁই হ্নদয়টি
নিজ জীবন পরিচালনায় হিমসিম রপ্ত!


বেদনা বিদ্রুরে কতশত ক্ষত হ্নদয়টিতে
এরপরও নিলাম বুকে চেপে ভাই-বোন।
আগলে রেখে মানুষ করতে হবে মানুষ
মানুষের মতন মানুষ ওরা এ'সমাজেই।


আমার নাম হবে সমাজ তরে ওরা হবে
আলোক দীপ্ত মান ঊষার উজ্জ্বল ঝলমল।
হায়রে মাবুদ দেশ এমন সর্বনাশা কর্মচল
অর্থকড়ি না থাকলে নিজ জীবন অচল।


ওরা এমন মানুষ শুধু শুধুই নিজ ভাবনা
ভাবেনি কখনও আমার কথা কে আমি।
কত কষ্টের আয়ের অর্থ দিয়েছি বিলায়ে
সুখে থাকবে মানুষ হবে সত‍্যনিষ্ঠা প্রদীপ।


পরিবারের মিথ‍্যা দাম্ভিকতা দূর করতে
হবে সক্ষম। হবে সমাজ অপূর্ব সংস্কার।
সে দীক্ষা তো দূরের কথা বাস্তবতা ওরা
চললো নিজ খেয়ালে হেয়ালী জীবন পথ।


ঐ'পথ চলাতে সহায়তা বারণ নাজেহাল
তাদের কথায় শিরধার্য আমি বোকা কিছু
বুঝিনা। কিন্তু কষ্টের টাকা খেতে তাদের
বুঝার দরকারই হয়নি; টাকা বোকা নয়!


যে লোকটি কষ্ট করে উপার্জন করে দেয়
সংসার চালাতে অর্থ যোগান সেই বোকা!
বাহ্ ভারী চমৎকার। যাদের নিরাপত্তাতেই
সংগ্রাম। পরিনতিতে অপবাদ ঐ'সেই সব!


যেন স্বাধীন লোকটির সমস্ত সংগ্রাম তাদের
জন‍্যে তারা না শেষ মেষ যারা করতে চেয়ে
ছিল তাদের ধ্বংস। আজ তারা দোসর সেই
দোসর বন্ধু অস্বীকার রয় সংগ্রামী স্বাধীনতা।


আসলে মানুষ কবে হবে বুঝমান চিনবে নিজ
আপন পর। কে আপন আর কে পর? মানুষ
কি আসলে বিবেকবান? ভাল কথা শুনতেই
চায় না। সুবিবেচক উদীত অন্ধপথ অন্ধত্বায়।
****************************
বাণী: নিজেকে কষ্ট দিয়ে অসৎ পথে চলে অপর জনাকে উপকার করার মাঝে সুখ থাকলেও প্রকৃত পক্ষে ঐ'সকল উপকারী ভোগীদের দ্বারাই চরম কষ্ট পেতে হয়। যা আর মন মানানো যায় না। তাই ঐ'রকম কষ্ট বিনিময় নিজের কল‍্যাণে ব্যয় না করে অপরের কল‍্যাণে ব‍্যয় করা বোকামী ছাড়া আর কিছুই নয়। সেক্ষেত্রে আপন পরিবারের হলেও নয়। কারণ মানুষ বর্তমান অকৃতজ্ঞ।