ওহে মানুষ! শোন সকলেই
ওহে মানুষ! শোন ঐ বিবেকেই
ওহে মানুষ! ভেবেছো কি কখনও
ওহে মানুষ! দেখ না ঐ মনেতে।


শোন সকলেই;
মনে হয় এই টা পাওয়ার পর
হবে বুঝি খুঁশি আছান পাবে
ঐমন প্রাণ খানার হ্নদয় সস্তির
নিজকে নিজেই না চেনাতেই
হবে যে সকল কিছুই অচেতনাই।


শোন ঐ বিবেকেই;
তুমি যাকে নিয়ে করে আসছো'
নিজ মনের ভাবনাতে আপন জেনে
সে কি তোমার চির সত‍্যের স্বপ্নের
মনি কুঠার খবর কি রাখে? না কি
নষ্ট মনের বিবেকের দংশনে রয় ঐ।


ভেবেছো কি কখনও;
সকল সুশিক্ষিত মানুষেরা যদি
হতেন সুবিবেচক এই সমাজের
হতো না কখনও এই সমাজ ঐ যে
সেই তরে সমাজই অবিবেচক।


দেখ না ঐ মনেতে;
ওহে মানুষ আমরা দেখছি কি
কেমন করে যা চাই তা পেলেই কি
ভোগ করতে পারি নিজের করে?
না পারি না দেখ না ভেবে ঐ মনেতে!


পরিশেষে বলি বিধাতা সব কিছু দিলেই
আমরা ভোগ করতে পারি কি ঐ মনেতে?
সেই তরে বলি মিছা আক্ষেপ করো না
ওহে মানুষ আমরা' জীবনের মূল‍্যবান
সময়ের সঠিক মূল‍্য জেনে ও বুঝে নিয়ে
করলে কর্ম তবেই তো না পাওয়ার শূন‍্যতা
দেখা দিবে না শেষ পরিণতিতে। আর ঐ
সেই মনে নিজের কর্ম বিফল চেতনাতে
"বিধাতা ফল দিলেই কি ভোগ করা যায়"
শুনতে ও বলতে হবে না কোন মানুষকে।
===×××===×××
===×××===
বাণী : মানব জীবন এমনই এক (গোলক-ধাঁ-ধাঁ-তে-অঙ্কিত)। যা কোন কারণ ছাড়াও অপরাধী সাঁজতে পারে এবং জীবন ভর সেই না জানা অপরাধের শাস্তি ভোগ করে থাকে; আর আক্ষেপ করতে করতে চলমান জীবন চলে। যা ধরা ও ছোঁয়ার বাহিরেই থেকে যায়। ঐ সকল রহস‍্য মানুষেরই অজানাতেই রয়, যা উদঘাটন জরুরী।।