আমি স্মরণ করি
আমি মনে করি
প্রাণের টান রয়
আমার হ্নদয় মধ‍্য!


আমি ভাবি কবি
কবি হওয়া সহজ!
এমন মন র য় কি?
প্রাণ টান মর্মস্পর্শ
ধর্মাজ্ঞান শিরধার্য।


অনন‍্য মনে ডাকি
হে বিধাতা দানকর!
সেই জ্ঞান যেন কবি
আমি বিদ্রোহী কবি
না আমি বিদ্রোহী না
হতে চাই বিদ্রোহী!


কবি কাজী নজরুল!
জাতীয় কবি নজরুল।
দেশ সেরা জীবনগল্প
আমি কাজী নজরুল
গাহি তাহাদের গান!


আমি গাই সাম‍্যেরগান
ঊষা মন ভাবনা সেরা।
থাকবো তোদের মধ‍্যে
যখন থাকবো না এ'ধরা।


যেমন করে রয়েছে
জাতীয় কবি কাজী
নজরুল কলম ছোঁয়া।
স্মৃতির মনি কুঁঠিরে
সকল বাংলার বুকে।


আমি বিদ্রোহী কবি
কাজী নজরুল জ'না!
দেশ মাতৃকার ধীরমন
প্রেম রচনা কবিমন।