অপেক্ষিত সেই দিনটি আজ
সমগ্র জাতি দেখবে খেলা।
সকল পছন্দের ছন্দপতন
রয়েছে উচ্চ শিরোধার্য‍ের দল।


উপেক্ষা মাত্র সময় ক'টি ঘন্টা
নেইমার দল রোলান্দোর দল!
এমন রয় আরো কত খেলোয়াড়
সকল পছন্দ চুকিয়ে আজ ফাইনাল।


দর্শক সকল পছন্দ-অপছন্দ চুকিয়ে
চূড়ান্ত পর্ব বাংলাদেশ সময় নয়টা।
খেলা শুরু হবে কাতার ভ‍েন‍্যুতে
কতটা লেগেছে অপূর্ব নয়নে।


মনটি বলেছে যাই না একটি বার
ঘুরে আসি সচোখটি মেলিয়ে।
লাগবে বুঝি খুব ভাল আনন্দিত
সময় যেন মোটেই দিল না প্রশ্রয়।


সকল হাসি তাই তো হেসেছি
বাংলা মায়ের কোলটি হতেই।
বিশ্বকাপ ফুলবল যাদুকর ঐ'
সেই মেসি ও মেসির দলকে ঘিরে।


কত দর্শকদের কাংঙ্খিত উল্লাস
আসবে মেসির পায়ের যাদুকর গোল!
দেখবো আমরা নৈপূর্ণতার খেলা
শিখবো কেমন করে খেলতে হয়!


ফুটবল অসাধারণ বিশ্ব ফুটবল
তাই তো ম‍্যারাডোনার দল হবে সেরা।
প্লে-ম‍্যারাডোনার যাদু মেসি অবিস্মরণীয়
সেই দিনটি আজিকের অর্জিত দীক্ষা।


আমরা জাতিগত ভাবে ফুটবল প্রিয়
সারা বিশ্ব যেন পরিচিত এ'খেলাতে।
কোন দেশটি হতে পারে সেরা?
বিশ্বকাপে অংশ গ্রহণ সকল দেশ'


সকলকেই সাধুবাদ জানাই অন্তর হতে।
খেলাতে হারজিত থাকাটাই স্বাবাবিক
সেটা নহে বড় কথা।
খেলাটি কেমন খেলেছে সেটাই বড় কথা।


অংশ গ্রহণ ও পর্ব খেলাতে চান্স পাওয়া
অসাধারণ টানটান নৈপূর্ণতা রয়।
খেলোয়াড় হতে দর্শক জনাতে
কেউ একক ননতো।


আমরা মানুষ জাতি একে অন‍্যের
সকলে সমান কথাটি মহা মূল‍্যবান।
পরিশেষে একটি কথাই সত‍্য
সঠিক হল ভালো খেলা ও নৈপূর্ণতা।


পায় যেন মহা মূল‍্যের অসাধারণ স্থান
তাই তো আজ সেই প্রমাণ মেসির।
একটি বল একটি গোল চাই মেসি হতে
সকল সেরা রয়েছে মেসি পেয়েছে।


বাকী শুধু রয়েছে অভাব বিশ্বকাপ অর্জন
হে বিধাতা পূরণ করে দাও তাকে।
পরম করুনাময় তুমি; কবুল করো
আর্জেন্টিনার ফুটবল যাদু করের স্বপ্ন।


প্রিয় ফুটবল দল প্রিয় দর্শকের সেরা ভক্ত
বাংলাদেশের প্রিয় দল আর্জেন্টিনাকে।
জয় বিজয় জয় হয় যেন দুই শূন‍্য গোলে।
এমন আশাতে রইলাম হে আল্লাহ্।


রক্ষা করিও তুমি বিধাতা একান্তই।
শুভহোক আজিকের শুরুটা
শুভকামনা সকল ভক্ত দেশ ও দর্শককে।
পায় যেন জয় বিধাতায়।
**************************
বাণী: খেলাতে জয় পরাজয় থাকাটাই স্বাভাবিক। সেটা নহে বড় বিষয়। খেলাটি কেমন খেলেছে মূল সেটাই হল বড় ব‍্যাপার। বিশ্বকাপ ফুটবল মানে বিশ্ব দর্শকের মহা আনন্দ বিনোদন মাতোওয়ারা সময়। টানটান দর্শক উত্তেজনা। হাটে মাঠে ঘাটে দোকান পাট দপ্তর পাড়া মহল্লা সর্বত্রেই আলোচনা সমালোচনা এক মহা ব‍াক‍্যালাপ। যা পছন্দ দল বিজয়ী হয় সেই না সেরা। কতকথা ভরপুর। বিজয়ী যারাই হোক সকল দলকেই সাধুবাদ জানাতে হয়। সেই জন‍্যে যে ভাল খেলাতেবিশ্ব জয়ে অংশ গ্রহণ হয়ে থাকে। যা অনস্বীকার্য।