বিলাপ করোনা সময় জ্ঞাপন জব্দ করিও
সময়ের কাজ সময় মতন করিও সকল।
বিলাপ করো নিজ জীবন গড়তে মনুষ‍্যত্ব
বিকাশ ঘটানো খুব অসাধারণ বিদ‍্যতাপূর্ণ।


দীক্ষা শিক্ষা কর্ম জ্ঞান তৎপরতা প্রথাগত
চলন মানুষেরাই অতিমহৎ মানুষ সুকর্ম!
বিধাতার দয়া চেয়ে সঠিক কর্ম স্থিরতায়
কঠোর পরিশ্রম ও আদর্শ জীবন সন্ধ্যান।


সেই মনটিতেই বিলাপ-বিকাশ-ঘটানো
স্পন্দন-চাওয়া-পাওয়া-অর্জন- সুমনটি!
মানব জীবন কেবল মাত্র বিকাশ ঘটায়
অন্য পথে কখনও অর্জন সব জানে রব!


নয়তো অর্জন সঠিক জীবনবোধ লক্ষণ
ধীরতা পূর্ণ মানবতাবাদী দেশাত্মবোধ!
নিজ জীবন করতে উন্নত অর্থবহ মূল্য
তবেই না মূল্যায়িত জীবন বিকশিতেই।


বিকাশ ঘটে কি অমূল্য জীবনবোধেতে
ঐ'রকম চাওয়া-পাওয়া নেই ভিত্তি ধরা'
মানব সকল হতে হবে এক ও অনন্যের
সুন্দর স্বভাব চরিত্র কর্ম ধর্ম শোভা ভরা।


সময় নিষ্ঠা সময় কথা বলা সময় কর্ম
-ধর্ম অনুপ্রেরণা যোগানো সুহৃদয় যেন'
প্রায় প্রাণের ঠাঁই মহত্ত্বতা আস্তারই স্থান
'সকল মানুষেরা সুপ্রভাত বিকাশ ঘটায়।
×××××××××××××××××××××××
বাণী: বিকশিত সেই সকল মানুষেরাই! যে সকল মানুষেরা প্রকৃত নিজ জীবন নিয়ে ভাবনা যোগাতে অক্লান্ত পরিশ্রম দ্বারা সময়টা কাজে উপযুক্ত ব্যবহার করে সমাজে নিজকে দাঁড় করাতে প্রচেষ্টা অব্যাহত রাখতে সক্ষম। সেই সকল গুণি লোকেরাই বিকাশ ঘটায় নিজ জীবনসহ সমাজের আলোকিত মূল্যায়িত মানুষ হিসাবে। অন্যথায় স্বাভাবিক জীবন চল মানুষ ছাড়া আর কিছুই নয়।