বিপদ কখনও বলে কইয়ে আসে না
বিপদ আসতে পাপ পূর্ণতা লাগে না।
বিপদ যারাই ঘটায় তারা মানুষই নয়
বিপদ ঘটায় তারা অসৎ লোকজনেরা।


নিরীহ লোককে অপবাদ দিয়ে খলনায়ক
সাঁজ রূপ হাসি খুঁশি মহারাজ মিলনেরা!
অযোগ‍্যরাই দলবলে বিপদ ঘটায় সর্বত্র
মনে করে তারাই দলবল বরবর জাতির।


অনেক বড় শক্তি মিথ‍্যাচার পরধন লোভ
জোর তো নেই মনে প্রকৃত যোগ‍্যতার ভবে।
তাই তো আরো বেশ কিছু অযোগ‍্য দলবল
চল চলন দিশেহারা গল্প-স্বল্প যত্রতত্র দেখা॥


মনে হয় মহারতি ওরাই সকল সেরা সর্বোত্র
মজার হল এমন একদিন আসে যা দিক হারা।
তখন আর পালানোর সময় পাবে না কখনোই
বিপদ আসতে সময় লাগে না; বলে আসে কি?


বিপদ আসতে সময় লাগে না বলেও আসে না
নিরীহ লোকের প্রতি কেন’রে অপবাদ জুলুম?
কেমনে অনৈতিক মূলক অশোভন অপবাদমন
ভাবতে অবাক লাগে যেন প‍্রাণ অবসান ঘটানো।


বিপদ যারাই ঘটায় তারা কি কখনো সভ‍্যতা পায়?
আজ ঘটালে কাল তা তোমাদের জন‍্যে অপেক্ষায়!
তুমি একদিন করবে ভোগ; করবে পরিবার সকল
জেনে রেখো বিধাতা ছাড় দেন ছেড়ে দেন কখনো।


ভাবতে অবাগ লাগে যেন কর্ম-দীপ্ত-মনটি অবসান ঘটানো
সভ‍্যতার বিকাশে করছি নাকি আমরা বসবাস; কই সেই!
সভ‍্যতা বিলাপ মানুষ মনুষ‍্যত্ব শিষ্টাচার অবলীলা মানুষেরা?
শুধুই লোভ-লালসা; যোগ‍্যতার অধীক পেয়েও খুঁশি না কেন?


বিপদ যারাই ঘটাই তারা কি সভ‍্যতা পায় এ'ধরায় কখনো?
আজ যার সহিত ঘটালে কাল তা তোমারই ঘটবে একদিন!
সেই তো অপেক্ষা মাত্রই; রইলাম প্রতীক্ষায় প্রতীক্ষিত মনটি
জেনে রাখা ভালো বিধাতা ছাড় দেন ছেড়ে দেন না কখনো।


সময় যে কথা বলে! সকলেরই অজানা নয়; জানে সকল
এমন দিন আসবে সকল অপকর্ম হিসাব দিতে হবে ধরাতেই।
তাই তো বলি তোমরাই আজ যারাই বরবর জাতি মন-অসত্য
প্রকৃত কর্ম ফেলে করছো যে কি দিন-রাত তা নিজ অজানা রও।


এহকাল-পরকাল সেই ভাবনা অজানাতেই হুমকার জীবনটি
এ কেমন সভ‍্যতা বিলাপ মনুষ‍্যত্ব মানুষ জীবন চল কর্ম ফল?
বিধাতার দরবারে হাজার নতজ্ঞানে মাথা টুকলেও কি লাভ?
না লাভ হবে কখনো পাপী মনে বিছানা শয‍‍্যায় প্রলাপ বাক‍্য।


অনুতপ্ত বিলাপে দিশেহারা বুঝলেও বুঝবে না পাপী মনেতে
সব দলবল তখন আর কোন কাজে আসবে না পাশেও নয়!
হাঁসি-দাম্ভিকতা চল শুঁকায়ে হাঁস-দম ফেলা দায় হবে শুধৃই
দেখবে জেনে রাখো যার সহিত করেছিলে অন্যায় অনুতপ্তে।


তখন ঐ'লোকেরাই হাসি মুখটি আপসোস দুঃখ প্রকাশমন
মানুষ হওয়া সহজ; মানুষ শয়তান হওয়া অতিসহজ বটে!
অপরাধ ভিন্ন জীবনমান অল্পেই সহজ লব্দ; সুকর্ম নয়তো
তাই তো মানুষ জেলজরিমানা; ধর্ম-কর্ম সুন্দর মন ঐ'স্বর্গ।
***********************************
বাণী: জীবন চলার পথে বন্ধু খুবই প্রয়োজন! তবে ধর্মের পথ অন্ধকারে ফেলে বন্ধুর অপরাধ জগত তৈরি সাথে নয়। সাথে থাকতে হবে মূলধারার জীবনবোধ ধর্মীয় শিষ্ঠাচার, সুবুদ্ধির কর্মমন ও সৃষ্টিকর্তাকে একাগ্রচিত্তে হৃদয় মাঝে রপ্ত করে সকল কর্ম অদৃশ্য ভয় মানব-মানবতা জীবনমান চলই হয় সুন্দর জীবনবোধ মানুষ মনুষ্যত্ব বিবেক বিপদ না ঘটানো মানুষ হয়ে মানুষের সহিত নয়তো কোন কীটপতঙ্গের। সেই মানুষ মনুষ্যত্ববোধ জীবনই উত্তম মানব-জীবন। অন্যথায় নয়।।