শোনেন সকল শোনেন মনটি দিয়ে
জেনেছেন ও শুনেছেন প্রেমিক কি?
প্রেমিক কাকে বলে, বিশ্ব প্রেমিক
হয় সেরা! চাল-চুলার ঠিকানা হীন।

একটি বাড়ির নয়টি ছেলেই প্রেমিক
বাবা-চাচারা আয়-রোজগার বলতে
গেলেই সামান্য, ছেলে-মেয়ে পড়া-
লেখা শেখাতে বেশ আগ্রহ অধীর।

খাওয়া-পরা, পড়া-লেখা খরচের
হিমসিম। মা-বাবা-চাচা-চাচীদের
পেটে ভাত; ভাল পরণের কাপড়'
সহায় সম্বল বিলায়ে করতে মানুষ।

ঐ'পর্ব সবই ঠিক সন্তান দায়িত্বে
সন্তানেরা পরিবার কারো নয়'তো
কথা, চলে নিজস্ব হেয়ালী খেলায়!
নীড় হারা পাখির বেশে অস্তিরতা।

লেখা-পড়া নয় সম্পূর্ণ কর্ম শূন্যে
ঐ'দিকে প্রেমে মত্ত্ব বিশ্বমান জাত।
বড়ভাই যে পথে, একই পথে সব'
কেমন প্রেমিক ঐ পরিবার সন্তান?

হায়রে মানুষ তারা কেমন প্রেমিক?
কষ্টের সংসার বুঝছিল কি কখনও?
বাবা-মায়ের সুন্দর ঘর-বিছানা কই?
স্বপ্ন তাদের বিনাস রয় দুঃখ জীবন।

ছোট্টবেলায় কঁচিমুখে বলছিল হয়ে
একদিন বড় সব দুঃখই দূরে ঠেলে।
দিবে সুখ বাবা-মা পরিবার সকল'
বেলা শেষ না হতেই পড়ন্ত যৌবন।

কথায় ছিল বুলির ঝুঁড়ি রসিক সকল
একেক করে প্রেম দেওয়ানা সন্তান।
উপায় অন্তনেই পিতা-মাতা হৃদয়ে
হল কি পূরণ স্বপ্ন সন্তান দিবে সুখ?

সন্তানেরা না মেনেছে ধর্ম-কর্ম, না
হয়েছে প্রকৃত মানুষের মতন মানুষ?
সেই তো তারাই মুখে বলে আদর্শ'
এখন দেখছে জীবন কেমন প্রেমিক?

না পেয়েছে স্ত্রী-সুখ; আত্মীয় বন্ধন
ছেলে-মেয়েও যাও হয়েছে ঐ'ধরণ।
ভাল কথা শোনেনি' জানতো সমস্ত'
সেই আজ তারাই বিশ্বপ্রেমিক মদন।
×××××××××××××××××××
বাণী: একটি পরিবার তখনই ভাল পরিবারে পরিণত হতে পারবে। ঐ'পরিবারটি (পিতা-মাতা, ছেলে-মেয়ে-আপন জনেরা) জীবনে যদি অসভ্য প্রেমে না জড়ান। তাহলে হয়তো প্রজন্মরাও একই পথের পথিক হতে সক্ষমের প্রচেষ্টা অব্যাহত থাকবে।