ছোটবেলাতে শুনতাম বড়দের মুখে মুখে
সেই না যারাই করতো পড়া-লেখা সন্তান।
ছোট-বড় সকল জনাতে কলরব সরাগম
প্রতি ধ্বনিত অপূর্ব সুউচ্চারণ স্বরধ্বনিত।


বাংলা ভাষা বাংলা মায়ের আঁচল রক্তিম
প্রেরণা অনুপ্রাণিত বিরহ বেদনা অনন‍্যতা।
এই ভাষারই মর্যাদা অক্ষুন্ন রক্ষায় শহীদ
প্রাণ বিনিময় অর্জিত মাতৃভাষা বাংলারই!


এই তো সেই ভাষা আমরি বাংলা ভাষা!
অমর একুশে ফেব্রুয়ারী’১৯৫২ইং সন।
বাংলা মায়ের মাতৃভাষা আমরা বাঙ্গালী
এ’ভাষাতেই মুক্ত মনে বলি কথা সকল।


ঐ’দেখা যায় উন্মুক্তো আকাশখানী বেশ
চন্দ্র-সূর্য-নক্ষত্র-গ্রহ-তারা-উপগ্রহ-দেখছে!
বাংলার মানুষে বলছে কথা আপন মনটি
বাংলা মায়ের মাতৃ ভাষা বাংলা বাংলায়।


সেই তো রচিত বাংলার ইতিকথা স্বপ্নরা
কতকথা কথামালা প্রেম বিরহ রম‍্য ছড়া’
দেশাত্মবোধক জীবনমূখী মানবতাবাদীর
ধর্মীয় প্রকৃতি বিপ্লব উষা কাব‍্য প্রকাশের।


ঐ’প্রকাশিত সকল কবি সাহিত‍্যিকদ্বয়ের
রচিত বিদ‍্যতাপূর্ণ অসাধারণ শব্দচয়নেই!
কবিতার কাব‍্য উপন‍্যাস গল্প (ছোট-বড়)
সকল সুখ খুঁজে ফেরা কাব‍্য পাঠ চলনে।


কত স্বপ্ন গাঁথা কবিমন কবিদের পদচরণ
শত শ্রম বুদ্ধিদীপ্ত হাজারও ব‍্যস্ততা সমেত।
কষ্ট ভয় ভৃতি সুউচ্চারণ সেরা আলোকিত
শোভা রচিত কবি ইচ্ছা কাব‍্য প্রকাশ খুঁশি।


এমন সুখ ভোগ মনের মাধূর্য পূর্ণতায় রয়
ভরপুর কাব‍্য সেলফ্ বাড়ি ঘর শোভা ভরা।
পড়া-শোনা-বই-শৈল্পিক-সুন্দর-অতুলনীয়
বইমেলা বই স্টল স্বার্থক বই মেলা কবিপ্রেম।
**************************
বাণী: ভাল লেখা কবিতা ও কবিতার বই চমৎকার কাব‍্য রসে ভরপুর মহান মানবতার তরে শিক্ষনীয় ভাবনাময় বিদ‍্যতা সুবুদ্ধির জ্ঞান লব্দের তরে মানুষকে জীবনমূখী চেতনায় ঊষার আলোক দীপ্তমান তৈরিতে কার্যকর কবিতার কবিমন ও বইমেলা আয়োজন এক চমৎকার পছন্দের মিলন মেলা ও বই ক্রয় সেই সাথে পাঠ অভ‍্যাস। যার তুলনা হয় না পৃথিবীর অন‍্য কোন কিছুরই সাথে।