আহা কি যে গন্ধ; গন্ধ বইমেলা গন্ধ
সুভাষ ছড়ানো মেলা ভরা মুগ্ধতা।
নতুন বইয়ে গন্ধ; গন্ধ ছড়ায় কবিরা
কবি গুরুজন হয় খুঁশিতে আপ্লুত।


নতুন কবিতার বই মোড়ক উন্মোচন
স্বার্থকতা লাভ অনন‍্য শোভা চল।
সকল লেখক পাঠক পাঠিকা আনন্দ
কি যে আনন্দ মহানন্দ বই গন্ধে।


নতুন বইয়ের অপূর্ব সুঘ্রাণ গন্ধভরা
সেই গন্ধ সুভাষের সুঘ্রাণ পেতে
ছুঁটে আসা কবির কবিতা বই স্টলস
সমস্ত লেখক সাহিত‍্যিক রম‍্যরা।


পাঠক-পাঠিকা মিডিয়া কলামিষ্টরা
সকল একে অপর একই সাঁড়ি।
আমরা দল কবি বইমেলার কলম
যোদ্ধাদের অনুশাসন প্রজন্মরা!


সেই যেন প্রাণবন্ত মর্মভেদ একুশ
ভাষা শহীদ প্রতি বিনম্র শ্রদ্ধ‍্যা।
প্রাণ টান অসাধারণ মাস বইমেলা
হ্নদয় তৃপ্তি ভরা সাধ বই গন্ধ।


এতো উচ্ছাস বিনোদন পবিত্রতামন
পরিশুদ্ধতা সুউচ্চারণ জাতিগত!
বাংলা ভাষার অনুপ্ররণা স্বার্থকতায়
বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃত।


রচিত মাইল ফলক ভিত্তি প্রস্তুতস্তম্ভ
আন্তর্জাতিক ভাবে মর্যাদা সনদ।
সারা বিশ্ব জ্ঞাত আজ বাংলা ভাষার
বাঙ্গালী পরিচিত এক ডাক-নাম।


আমরা বাঙ্গালী লাল সবুজ পতাকার
ভাষা নিয়ে আন্দোলন বাঙ্গালী!
পৃথিবীর একমাত্র সর্বপ্রথম দেশ যে
নিজ মায়ের ভাষার অস্তিত্ব যুদ্ধ।


এমন নজির বিশ্বে আর দ্বিতীয় নেই
একমাত্র আমরাই বাঙ্গালী রই।
পরাজিত হইনি কোন কালের চেতনা
তাই দিলাম নিলাম গন্ধ বইমেলা।
**********************
বাণী: মানব জীবন প্রতিটি ক্ষণ যেন এক অসাধারণ ভাবনাময়। যে জন ভাবনাতে মশগুল! বইপ্রেম সচেতন নাগরিক। জ্ঞানপিপাসিত ধর্ম প্রেম অনুশাষণ। মূল‍্যবোধ জাগ্রত জাতি সভ‍্যতার মর্যাদা রক্ষা কল‍্যাণকর বই রচিত করবে লেখক পাঠক শাণিত হবে পাঠে জ্ঞান লব্দে। তবেই না ব।ইমেলার বইয়ের গন্ধ ধন‍্যতি লাভে পূর্ণতাপাবে বইমেলা একুশ জাগ্রত জাতির স্মরণীয় সকল ভাষা শহীদ স্মৃতি প্রতি বিনম্র শ্রদ্ধ‍্যা জ্ঞাপন মধ‍্য দিয়ে। তবেই স্বার্থকতা দেশ প্রেম; দেশ মাতূভাষা বাংলার অমর গাঁথা একুশ ফ্রেব্রুয়ারী মৃল‍্যায়ন।