কর্ম ব্যস্ততা এমন একটি জীবন
কবি চরণে রয় বইমেলা হৃদয়।
প্রাণের স্পন্দন জাগ্রত সু'আঁখি
পরখ সেথা যেতে উদগ্রীব চরণ।


মন বলে ছুঁটে চল কবি মেলাতে
পা দু'টি উসবিস তারা অস্তিরতা।
এই যাবো যাবো বলে একপা দু'
পা' চরণেই ব্যস্ততা হাজির কর্ম!


আর ইচ্ছা থাকতেও হয়ে ওঠেনি
বাংলার কবি সাহিত্যিক সুখলেখ্য
বইমেলা কবিচরণ রচিত নতুনত্ব
নতুন বই গন্ধে বিমোহিত তৃপ্ততা।


অনেক আশা মানব জীবন অপূর্ণ
কবি বিলাপ হৃদয়ের উদ্ভাস চিত্ত।
পথিক হয়ে চেয়ে রইলাম যাবো
বইমেলায় বিধাতা সুযোগ দাও।


কবির কবিতা যাই হোক না কেন
যেমন করেই লেখি কবিতা চরণ!
তবুও কবিমন বনে যাই কবিপ্রাণ
আত্মার শান্তি হৃদয় প্রশান্তি স্বপ্ন।


দেখা-শোনা অনুপ্রেরণায় সুন্দর
সভ্যতা ছড়ানো ফাগুন আগমন!
বইমেলাও যেন সকল কবিমেলা
ছড়ায় পদচারণা ও কাব্য সম্ভার।


তাই তো অদেখা বইমেলা প্রতি
আগ্রহের শেষ জাগ্রত কবিমনটি'
বিচলিত বিলাপ যেতেই দেখবো
দু'টি নয়ন ভরা আলোক ছড়াতে।


কবি স্বপ্ন করতে পূরণ বইমেলা
অদেখা অনেক লেখক অনন্যতা'
কাব্য নতুনত্বে মোড়ক উন্মোচন
কবিমন মানবতা জীবনমূখী রপ্ত।
××××××××××××××××
বাণী: সব সময় সব আশা পূরণ না হলেই যে ব্যস্তম হতে হবে, তার কোন মানেই হতে পারে না। এমন সময় আসবে জীবনটিত অদেখা কোন কিছুই জীবন সফলতায় ঐ'সেই অদেখাই সুন্দর স্বপ্নময় হয়ে উপযুক্তে দেখা হাত ছানি দিবে। যা কপ্লনাতিত অবিশ্বাস্য রূপে। সেই স্বপ্ন পূরণই প্রকৃত মানব জীবন চাওয়ার অসাধারণ প্রাপ্তি সেরাটাই দেখা মেলা! বইমেলার মতই।