আমি কবি লেখি কবিতা সকল মানুষের জন‍্যে
কবিতা হয় কি না অজানা তবে কল‍্যাণ চাই!
চাই কল‍্যাণ সকল মানুষের একে অপর তরে
এ'ভব মাঝার বড় কঠিন থেকে কঠিন তরধরা।


এ'ধরাতে জন্ম বাংলা আমার আমি বাংলার
কান্ডারী। বাংলা মায়েরই সন্তান বলি কথা'
বাংলাতেই। সেই প্রেরণায় লেখা হয় দু'চার
শব্দ বাংলা কবিতা মানবতাবাদী-জীবনমূখী!


কষ্টার্জিত খেটে খাওয়া মানুষেরা কষ্ট করে্ই
অর্জিত হবে শিক্ষা কর্ম হবে সত্য-বস্তুনিষ্ঠ্য।
সেই সাথে উদজীবিত ও অনুপ্রেরণা তৈরিতে
প্রজন্মকে জাগাতে উৎসাহিত করতে লিখবে।


লিখবে বাংলায় বাংলা মায়ের ভাষায় জাগ্রত
কবিতা গল্প ছড়া সাহিত্য রম্য রসিক ভাবনা'
জাগ্রত সব বাংলার মানুষের মনোরঞ্জন প্রেম
সেই প্রেরণাতে মানুষ হবে প্রকৃত মানুষ সভ্য!


জীবন গড়বে অনন্য শোভা ভরা মনন প্রকাশ
অসাধারণ এক জীবন সন্ধ্যান পাবে বাংলায়।
মায়ের ভাষা বাংলাতে যত লেখালেখি মনুষ্য
এমন করেই মন স্থিরতায় রচিত আমার কাব্য।


ঐ'লেখা কবিতার বই নাম তার "জেগে ওঠো"
আজ একুশ ফেব্রুয়ারী'২০২৩ইং অধিকাংশ!
গুণি কবি ও গবেষক, কবি সাহিত্যিক, পাঠক
উপস্থিত দর্শক সমাজ, কলামিষ্ট-সাংবাদিকগন'


সন্মূখে আমার রচিত একক দ্বিতীয় কাব্য গ্রন্থ
অত্যান্ত অপরুপ সুন্দর নামের "জেগে ওঠো"
মানবতাবাদী ও জীবনমূখী কবিতা সুজ্ঞানের
পরিচয় বহণ উন্মুক্ত করা হয় পাঠক প্রিয়তে।


আ-হা-কি-যে-ভা-ল-লা-গ-লো-ব-লে-বো-
ঝা-তে-পা-র-বো-না-হৃ-দ-য়-মা-ঝে-এ-ক
-অ-ন্য-র-ক-ম-অ-নু-ভূ-তি-র-ছোঁ-য়া-ব-ই
-মে-লা-অ-ম-র-এ-কু-শে-ফে-ব্রু-য়া-রী'২৩।
××××××××××××××××××××××××
বাণী: একুশে ফেব্রুয়ারী বাঙ্গালী জাতির এক অন্যরকম অনুপ্রেরণা। জাতিগত সত্ত্বার সুন্দর অর্জন ভাষা আন্দোলন। সবই যেন কল্যাণ বাংলার অহংকার। যা মর্যাদা ধারণ করা ও মূল্যায়ন অক্ষুন্ন রাখা বাংলার প্রতিটি সন্তানদের অত্যাবশক।