প্রচন্ড তাপদাহে এ বৎসর এলো বৈশাখ
প্রথমেই খড়া তারপর খাড়ার উপর ঘাঁ।
এরই মধ‍্য দিয়ে পালিত বৈশাখ উৎসব
এলো রে এলো বৈশাখ নবজাগরণ পর্ব।


এবার  বৈশাখ প্রচন্ড তাপদাহ আগমন
তবুও মানুষ ভালোবাসে উৎসব বাংলা!
নববর্ষ উৎযাপন মুগ্ধতা ভরা অপূর্ব এক
চেনা বাঙ্গালীর সাংস্কৃতির পরিচয় বহন!


বাংলাকে বরণে সমগ্র বাঙ্গালী জাতির
মনে দোলা দেয় উৎসব অনুপ্রেরণা ঐ'
মন মাধূর্যতায় পরিপূর্ণতা এক সমাবেশ
বৈশাখী উৎসব বাংলার প্রতি ঘরে ঘরে।


এসো! হে বৈশাখ এসো! উৎযাপন করি
বরণীয় সুন্দর অনুপ্রেরণায় ভরা মানুষে।
কল‍্যাণ বয়ে আনবে বাংলার বৈচিত্তময়
শুভকামনা রইল নববর্ষ বাংলাতে তাই।।
***********************
বাণী: বৈশাখ আগমন মানে বাংলা ও বাঙ্গালীদের একটি বড় ধরণের বিনোদন উৎসব। বাংলার ব‍্যবসায়ীরা সারা বৎসর নাম মাত্র নগদে ব‍্যবসা করে। বেশির ভাগ ক্ষেত্রেই বাকীতে আদান-প্রদান হয়ে থাকে। যা বৈশাখ আসলে হালখাতা নামক পত্র বিতরণ করেন দেনাদার প্রতি। আর দেনাদাররা উক্ত বৈশাখী পত্র পেয়েই ছুঁটে আসে কোন মত হাতে পঁয়সা নিয়ে। যাই পরিশোধ করেন কি না। তবে বৈশাখী হালখাতা জিলাপী নেন বেশ মন পুঁতেই। এমন করেই আরো বৈশাখী মেলা অনুষ্ঠান পালনে রয় বাংলার সন্তানেরা একত্রে।