মহান বিজয়ের মাস এই ডিসেম্বর
বাংলার আকাশে বাতাসে ধ্বনিত
বট বৃক্ষরাজীর সবুজে শ্যামলের
অপরুপের নীলায় একাকার হয়ে
আমরা স্বাধীন বাংলার মানুষেরা
সকলের কল-কাকলীর সুমধুতার
কলরবের বয়ে বেড়ানোর সারাটি
মাসান্তের পরিণয় বছরের রয় যে
বহমান চলছে চলবে রবে সারাটি
জীবন জন্ম জন্মান্তরের দীক্ষাতেরই।

তরে বাংলার মানুষেরই সেই ত্যাগের
ফসল উনিশশত একাত্তুর শত মায়ের
দামাল ছেলে-মেয়েদের এবং যৎসামাণ্য
প্রশিক্ষণের কূশলি বীর মুক্তি যুদ্ধাদের
রণকৌশলের নয় মাসের বীরোত্ব গাঁথায়
এদেশেরই আপামোর জনতাসহ জরিনার
মতন অনেক মায়ের বিরমবনার স্বীকারের
মধ্য দিয়ে জন্ম এই বিজয়ের মাস আলোকিত
সুশোভার শোভিত আজিকের বাংলাদেশ!!

লাল সবুজের এক অপূর্ব স্নিগ্ধমাখা মাঝখানে
লাল বৃত্তের এর্ং চর্তুদিকে একটু লম্বাকারের
বাংলার অপরুপের ছোঁয়াতে তৈরী সেই বাংলারই
সূর্য যেন হাসিতে হাসিতে দেখা দিল শত মায়ের
কোল খালি করা সেই সকল সন্তানের অভাব পূরণের
সারাটি জীবন যেন ভরে থাকে কোল আর যেন না হয়
কোন মায়ের কোল খালি অর্জনের সেই স্বাধীনতায়
উত্তোলিত হল ঐ যে দেখতে পাচ্ছি লাল সবুজের পতাকা
বাংলার আকাশে বাতাসে আপন মনে উড়ছে স্বাধীন মনে।।
এই বিজয়ের মাস আমরা বাঙ্গালী যেন কোন পরশ্রীকাতর নহে!

কোন ভুল বোঝাবুঝি নহে; কোন দ্বন্দ নহে; ব্যক্তির কোন অজু
হাত নহে; স্বাধীনতায় বিরুদ্ধ নহে; বীরত্বের সেই স্বাধীন চেতা
মহা কালের মহা নায়কের বলিষ্ঠতাকে অস্বীকার নহে; যে মহা
বীর অধিপতি দেশ মাতৃকায় নিবেদিত একজন তারই নেতৃত্বের
ফসল এই বাংলার আজিকের বিজয়ের মাস আসছে ষোলই
ডিসেম্বর এই বিজয় উদযাপনই মনে করিয়ে দেয় আমাদের
প্রয়োজন ছিল যে কি এই বাংলার অর্জিত স্বাধীনতার সেই
নির্যাতিত বরবরতার অবহেলার ও অমানবিক নির্যাতনের
পরাধীনতার স্বীকারের কথা; বিট্রিশ শাসনামল ও পাকিস্থানীদের
শাসনামলের এক ঘেয়েমী শোষণ ও নিপীড়নের পূর্ব বাংলার
মানুষের আত্নার আঘাতের মানবধিকার খর্বের ও সকল
প্রকার নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা হতে বঞ্চিতের;

লঙ্কাকান্ডের সেই নীল চাষ নামক অধিকার খর্বের হনণের বাকহীন
গ্লানির কথা আজ আর তা নেই সকলেই বাংলার এই বিজয়ই
আমাদের প্রতিটি বছর স্মরণ করিয়ে দেয় প্রত্যেক নর-নারী এবং
আপামোর সকলের মাঝে আকাশ-বাতাস, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র,
তারা, সাগর (পদ্ম-মেঘনা), নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর,
পশুপাখি, কীটপতঙ্গ, প্রকৃতির যা প্রাপ্য প্রাকৃতিক হতে সবই
একবাক্যে এক সাথে উদ্ভাসিত, উচ্ছাসিত, উৎফুল্লিত ও স্নিগ্ধতায়
প্রাণের নি:শ্বাস নিচ্ছি এই বিজয়েরই স্বাধীনতা অর্জনেরই ফলে!!
এই বিজয়ের মাসে বিজয়ী হতে কি যে কষ্ট ও প্রাণের ত্যাগের
হতে অর্জন আমরা সকলে মন-প্রাণেতে স্মরণে রেখে নিজসহ
প্রজন্মকে এই দ্বীক্ষাতে উজ্জ্বিত করে যেন আর কখনও দেখতে
না হয় রক্ত ক্ষয়ির নীলা-খেলা আমরা সকলেই এক আমরা
বাঙ্গালী বাংলা আমাদের জন্ম ভূমি এই দেশ আমাদের রইবো
একই বিজয়ের ছাঁয়া তলের বিজয়েরই লাল-সবুজের পতাকাতে।।
===×××===
===×××===
বাণী : দেশের অর্জিত বিজয়ের স্বাধীনতায় কোন দ্বিমত পোষণ নহে। স্বাধীন বাংলায় বসবাসরত সকলেই আমরা বাঙ্গালী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই এক ও অভিন্ন। তাই কোন অবস্থাতেই স্বাধীনতা অর্জনে করা যাবে না দ্বিমত পোষণ আমরা বাঙ্গালী।।