কি যে ভাল লাগা আর ভালবাসা
রয়ে ঐ বকনা বাছুরটির প্রতি এক
অন‍্য রকমের বেঁচে থাকা ভয়াবহ
আগুনের রোষানল হতে রক্ষায়।


পেয়ে আলাদা রকমের প্রেরণা
যোগায় যে বাকী গরুগুলি'র
হারানোর শোক-বার্তার ও ক্ষয়
ক্ষতির মর্মস্পর্শতার করুন দশা।


ঐ বকনা বাছুরটিই এক সময়ে
হয়ে পড়ে সেলিব্রেটি! সকলেরই
আদরের মনের খোঁরাকের এক
অনন‍্য রকমের আনন্দের প্রেরণা।


যোগায় নানা-নানী, মামা-মামী,
খালারাসহ সাথে প্রতিবেশীরাও ঐ
বকনাটি এমনই অভ‍্যাসে পরিনতি।
লাভে ধন‍্য হয়ে এক সময়ে  দেখতে!


পেয়েছি! ঐ বকনাটি নিকটে যখনই
যে কেহ জাকির নামটি ধরে ডাকলেই
বকনাটি কানে শুনা মাত্র নিজ কানটি
তাক করে অপলক নয়নে তাকাতো সেই;


আপন মনের নিজ খেয়ালের একান্তেই
ঐ দিকে কেরামত আলী মোল্ল‍্যা নানা
ভাইজান যদি কখনও বকনাটির নিকটে
গিয়ে বলতেন কি খবর নাতিভাই জাকির'


কোন কথা নয় সকল প্রকার কাজ ফেলে
কান খাড়া করে দাঁড়ায়ে যেতেই এদিক
সেদিক তাকা-তাকী করে খুঁজতে শুরু করে
দিতো কি যে আপন করে জানতো নিজস্থ;


মালিক বলে কথা জাকিরের ভালবাসার
ছোঁয়া পেতে। সেই মনে বলা যায় একটি
পশুজাত প্রাণিও পোষ মানে মানুষেরই
মানবের মানবতার তরে মানষিক বিবেক;


বোধতার চরম আপন জানার স্থানের
এক অন‍্য রকমের একান্তই নিজস্বের
আপন ঘরকে আলোকিত করতে পারায়
কি যে প্রেরণা যোগাতে হয় সহায়ক অসহায়!


পীঁড়া দায়ক দুঃখ-কষ্ট বেদনার সময়ের সেই
বেদনাতীত স্মৃতি চারণের অপূর্ব প্রেরণাতে
রয়ে ঐ সময়কার বকনা গরু ছানাটি যোগায়
খোঁরাক সেই সময়ের ঘটে যাওয়া মর্মস্পর্শের'


বেদনা কাঁটায়ে উঠার সহমর্মীতার পরশ ঢেলে
সাঁজানোর  মন ও প্রাণের চমৎকার আচরণের
দৃষ্টি নন্দিত মনের নজর কাঁড়া পশুজাত গর্বের
জয় জয়কারের ধন‍্য জাতপশু নামের আখ‍্যান।


ঐ আগুনে পুঁড়ে ভষ্মিভূত হয়ে গেছে পাঁচটি গরু
তাতে কি হয়েছে?  যে একটি বেঁচে রয়েছে ঐতো
গৃহস্থের দুঃখটাকে মোছনে সতেজে রয়ে আপনে
বকনা বাছুরের ইতি কথা (দুই) এর ইতি টানলাম
অতীত স্মৃতি চারণের তরে তৃতীয় পর্ব রচনায়।
===×××===
===×××===
বাণী: একটি ভয়াবহ অবস্থার স্বীকার যখন হয় কোন মানুষ। সেই মানুষগুলি আর্তনাদের মাধ‍্যমে তার সব গোপন রাখা সমস্ত সত‍্যকে প্রকাশ করে থাকে  লোক সমাজে। সেই সময় উহার রেকর্ড সংরক্ষণ অতীবও  জরুরী। সেই জন‍্যেই আগলা বাতির কুপি বা চেরাগ ব‍্যবহার করা কোন অবস্থাতে সঠিক নহে। যা এরিয়ে চলাই শ্রেয়।