ঐ সেই দিনটির কথা আজও
মনে পড়ে, সেই মর্মান্তিক স্মৃতির
দৃশ‍্যপটের আঁগলা চেরাগ বাতির
সৃষ্ট আগুনের সূত্র পাতের ফলে।


আগুনে পুঁড়ে যাওয়া গোঁয়াল ঘর
ও গরু গুলি ভষ্মিভূত হওয়ার ইতি
কথা। নানা-নানী, মামা-খালাসহ
সাথে প্রতিবেশীরাও দিন যায় বটে।


তবুও রয়ে থাকে তাদের মনে ঐ'
সেই সময়ের ভয়াবহতার স্মরণীয়
ইতি কথার দূর্বিষহতার বিভিষীকা!
কি যে ভাল লাগা ও ভালবাসাতে।


আমার নামের সেই বকনা বাছুরটি
যতই দিনের সমীক্ষে বড় হতে থাকে'
আর ততোই ডাগড়-ডুগুড়ে রুপ নেয়
যৌবনের মধুমাখা অপূর্ব ভালবাসা পেতে।


সোহাগী মনেতে বকনা বাছুরটি যে
আমার, আলতো আলতো ছোঁয়ার
স্পর্শ পেতে হরিণী চোখে তাকাতো
আমারই নাম ডাক শুনাতেই ।


অন‍্য রকমের ভঙ্গিমাতে হুম্বা ডাকের
সাঁড়াতে আমি ঠিকই পেতাম ঐ বকনাটির
চাওয়া পাওয়ার হিসেবে নিকেশ। কখন কি
বলতে চেতো! কখন কি করতে চেতো তাও
বোঝা যেত আচরণের ভঙ্গিমাতেই।


কি যে ভাল লাগতো বলে বুঝানো বড়ই দায়!
সত‍্যই ঐ ভাবে চলতে থাকা আদরের ঐ'
সেই মায়া ভরা মহব্বতের বকনা বাছুরটি
হয়  নানার পরিবারের একটি মাত্র জল্পনার খোরাক।।


কল্পনার গল্প কথার কথামালা শোলক বলা,
সব কিছুতেই যেন একটি শান্তির আছান;
সমস্ত ভাল-লাভ-লোকসানের অবসানের ভরসা
কানা গোসাতে বলে একে অপরে ভাগ‍্য সত‍্যই জাকিরের!


এতো গরু মারা গেলো!
ওর নামের গরুটিই আল্লাহর রহমতে বেঁচে
রইলো! আসলে এরই নাম জাকিরের ভাগ‍্য বটে!
সেই যে মুখে মুখে বলা সকলের জয়ের রয়ে ধ্বনি!


ধ্বনিত হতে থাকে অন‍্যান‍্য
আত্মীস্বজনের হ্নদয় খানাতে কি আনন্দ
মনে হয়, বকনাটা আমায় করে দিল এক,
সারা জাগানো সেলিব্রেটিতে রুপান্তর।


চলে আসে এই ভাবে আলোচনা সমালোচনাতে
পথে ঘাটে যেখানে সেখানেতে দেখা হলেই
যেই শুনেছেন গোঁয়ালে গরু পুঁড়ে মরার খবর বা গল্প।
সকলেই দাঁড় করায়ে জানতে চেতেন ঐ ঘটনার ইতিকথা।


এক সময়ের ব‍্যবধানে ঐ বকনা বাছুরটি হয়
যৌবনা। আসে ডাক যৌবনের পেতে চায় যে
ভাল লাগা ও ভাল বাসা। প্রাকৃতিক লীলাতেই
সেই প্রেরণায়; প্রেম পিয়াসীর হয় যে আশা।


লেখাটি এখানেই এই পর্ব  তৃতীয় সমাপ্তের
তরে "বকনা বাছুরের ইতি কথা (তিন) শেষে
বকনা বাছুরের ইতি কথা (চতুর্থ) চলমানে।
রেখে গেলাম পাঠকের নিকটে আহবান।
===×××===
===×××===
বাণী: জীবন মানেই একটি অন‍্য রকমের চেতনা বোধের মন। সেই তরে মানুষ হিসেবে জীবনের  প্রকৃত সাধ জানা বোঝা ও আয়ত্বের জন‍্যে মানব জীবনের খোরাক পূরণ হল কঠোর অধ‍্যাবসায়ের মাধ‍্যমে জ্ঞান অর্জন করে  সমাজের মানুষ সহ সকল প্রাণির মনের কামনা বাসনার গতির বেগতিক চেতনা শক্তির অবসানের সকল কল্পকথা ও ইতি বৃত্তির রুপ সমাজের মানুষের নিকট জ্ঞানের পিপাসায় তুলে ধরা। যা বকনা বাছুরের ইতি কথা ( তৃতীয়) এর ন‍্যায় তুলে ধরা।