জন্ম থেকে এ পর্যন্ত
দেখে আসছি।
আপন পর কত জনাকেই
করেছি কত কিছুই।


নিজের ক্ষতি করে কুৎসা
রটনা করেছি অন‍্যের।
নিজ জীবন রসাতলে ডুবায়ে
মিছানন্দে পেয়েছি কি?


যে জন দিবসে মনের হরসে
জ্বালায় মোমের বাতি!
আসুক গৃহে পাবে নাকো
আর নিশীত প্র'বাতি।


অপর ক্ষতি মন চলমান
শেষ-মেষ দেখ ক্ষতি'রা!
বর্তমান আজিকের সামনে তাকাও
অতীত এখন বলছে কি?
অনুতপ্ত জীবন নেই সময়।


বিনাকারণ গুরুত্ব পেলে শূন‍্য
তাইতো আজ হতাশ!
মহাশূন‍্য জীবন সঙ্গী-সাথী
কেন নির্দোষীকে দোর্ষী?


সেই দোষে আজিকের তুমি-আমি
ভোগ করছি বিফলতা।
নিজ জীবনসহ পরিবার-পরিজনে
কিসের নেশায় কেমনে?


অনেক বুদ্ধি পালোয়ান মন
যৌগ‍্যতার মাপ-কাঠিতে অর্জন শূন‍্য!
সেই শূন‍্যজ্ঞানে দেখাও!
ভারী বেশ মশগুল হুজুর
দরবেশ বুদ্ধি জীবি।


অনেক বড় জ্ঞানী সেজে
পরামর্শ বাজ বনেগেছো।
দিয়েছো দিয়ে আসছো পরামর্শ
অপদার্থে ধরণাধরে অপদার্থ।


দেখ না সত‍্যই বলছি?
বুঝবে কি করে।
সেই জ্ঞানতো অনেক আগেই
খেয়ে ফেলেছো কাঁচা পিয়াজ
মরিচ দিয়ে পেষে।


তারপরেও জ্ঞান হবে কি?
হুস আসে না।
বেহুশ ব‍েসামাল মনটিতে।
সময় এখন অনুতপ্তের নেই
কোনই জায়গা ঠাঁই।


তাইতো আমি এ'প্রজন্মকে
বলতেই চাই শোন!
মানুষ হিসেবে জন্ম নিয়ে
মানুষের মত হও মানুষ।
করোনা কারো সাথে হিংসা
হানা-হানি পরচর্চা মন।


পরিবার পরিজনে প্রতিবেশীতেও
সমাজ হবে বিকশিত।
তুমি পাবে বিধাতারই দয়া
দেখবে জীবন ধন‍্যের।


আসবে জীবনে সুখ-শান্তি
ভোগে অনন‍্য জীবন।
নিজসহ প্রতিবেশীরা রপ্তজ্ঞান ব্রত:
জিততে হলে মানতে হবে
সর্বকাল প্রকৃতই অর্জনে।


অন‍্যায় পর-ঠকানো লোভ!
গায়ের জোরে দলনেতা।
পাশবিক শক্তি  এনোনা কখনও
আনলে মনে হবেশেষ।


জীবনে সফলতা পেতে দরকার
সকল ভাল কাজ।
কঠোর-একনিষ্ট পরিশ্রমে অর্জন
বলতে চাই তবেই!
সেরা এ'জগৎ মানব-মানবী
দুঃখ-কষ্ট আসবে না।


সময় থাকতে বুঝে চললে
কর্মফলই বলে দিবে।
আমি তুমি সে কি লাভবান
সে'কথাগুলি রেখে মাথায়
যাপিত জীবন মানবে
হবেই সুখী জীবনে পাপছাড়া
বলতে  চাই পূর্ণেই।
*****************
বাণী : অনেক কথাই বলার থাকে সমাজ তটে। কিন্তু সব কথাই সকল ক্ষেত্রে বলা যায় না। বলাটা ভালোর বিপরীত মন্দ হতে পারে। যা উভয়েরই ক্ষতি হতে পারতো। যে ক্ষতি আর কখনও সহজে পূরণীয় নয়। সেই জন্যে মানুষ হিসেবে ভাবনা চিন্তা করেই সমস্ত কাজের ইতিবাচক ও কল্যাণকর কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়াটিই উত্তম।।