এই শহর এমনই এক ব‍্যস্ত শহর
ঢাকা বলে কথা।
কেউ রাখে না খোঁজ-খবর চায় না
রাখতে ব‍্যস্ততায়।


যে যাও বা রাখে লোভ-লালসা মন
ভাল-মন্দ চল।
কষ্টের কথা শোনায় সুযোগ পেলেই
অর্থ চায়েই বেশ!


পেলে ভালো না পেলেই হতাশা কথা
ধনীরা আহরোণে...
ছুটছে কত ধন-দৌলত চাই নেশা প্রাণ
গবীরা ছুটছে কর্মে।


হকার করছে খেলা মুখ বাজমাত বাক‍্য
ফকিরেরা চায় সেবা।
বিনা পুঁজিতে বেশ ব‍্যবসা এ'ধরণী চল
কোথায় স্বর্গ-নরক?


ওরা ধারে না! এমন স্বভাব ব‍্যস্ত শহর
ঢাকার শহর ঢাকা।
কেমন করে ছুটছে মানুষ কোন নেশায়
চোছে দেখা দেখছি!


বলতে পারার মত নেই সাহস আত্মায়
জোর যার তারা সব।
ওরাই দু'নয়ন দেখা ছাড়া উপায় কি বা
মানুষ মনুষ‍্যত্বরা নিবাক।


দেশের জন‍্য নেতা দরকার; নেতা আছে
নিজ জন‍্য; দেশের জন‍্য!
দেশের জন‍্য নেতা নেই; নেতৃত্ব শূন‍্যতায়
দেশ চলছে নামে মাত্র।


সব ব‍্যস্ত; দেশ ব‍্যস্ত; সাধারণ মানুষ ব‍্যস্ত;
ব‍্যস্ত এ'শহর সব ব‍্যস্ত।
তবুও কি সুখে আছি আমরা মানুষরা এ'ধরা?
তুবও মানুষ ব‍্যস্ততা।।
**************************
বাণী: ব‍্যস্ততার স্বীকার আমরা প্রতিটি মানুষ। তাই বলে অনিয়ম আর অপকর্মে ব‍্যস্ততার কোন অর্থ হতে পারে না। অর্থনৈতিকের ভাষায় বলছি। সঠিক ও বৈধ অর্থবহ কাজে ব‍্যস্ততাই হল প্রকৃত ব‍্যস্ততা। অন‍্যথায় অযথা অকথ‍্য ও চলাচল ছাড়া আর কিছুই নয়।