জীবনের স্রোতধারা একটি বৎসর শুরু জানুয়ারী
শেষ যেন অনন‍্য অসাধারণ হয় যদি অনুগামী!
এক এক করে প্রতিটি দিন সপ্তাহ মাস শেষান্তে
বছর সমাপ্তি ঘটে আর মানব শেষ একটি বছর।


কত সুন্দর শোভা ভরা আশার আলোক বর্তিকা
এমন মানুষ রই আমরা! এই সমাজ তটে।
কবি মন থেকে বলছি কবিরা সকল আমরা এক
একটি বৎসর দেখা করেছি অনেকের সহিত।


এসেছিলে চলে গেলে আপন লীলায় নিজস্ব গতি
এখানে বছরটি থেমে থাকার কোন অবকাশ'
নেই কখনো প্রকৃতি যেন গতাণুগতিক ধারা অনন‍্য
আমি মানুষ আমরা মানুষ সবই চলছে গতিতে।


নিঃষ্পাপ আপন মনকে নিজের করে জানা একান্ত
স্বর্গ আমি চাই না; চাই হে আল্লাহ্ ভাল রেখো।
ভাল রেখো বিদায় সঠিক কর্মফল সভ‍্যতা সেরার
ভুল করলে মাফ করে দিও! নতুন বছর বরণে!


পুরাতন সব ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মাফটি
আমায় দিয়ো কবি মন প্রাণ আত্মার স্বস্তি পেতে।
সামনের নতুন বছরটি অপূর্ব জীবন কামনা বাসনার
চমৎকার চেতনাবোধ জাগ্রত জাতি ঊষার আলো।


আমায় দ্বারা কোন হয় না যেন কোন অধর্ম কাব‍্যিক
রচনা অজ্ঞানবোধ লেখা ও প্রকাশ এই সমাজ।
শুধুই বিধাতারই হুকুম যেমনটি পালনে চান বিধাতা
সেই রূপ অনন‍্য অসাধারণ প্রেম হ্নদয়ে জাগ্রত।


কর্মময় জীবনের বহুগুণ তরাই উৎরাই বিপদ সাগর
সেচেই আজিকের উত্তরণ জীবন বোধ সায়াহ্নে।
বছর শেষের কথা তাই তো বলছি আপন লীলা হ্নদে
মন প্রাণ আত্মা অতৃপ্ত তৃপ্তি সুন্দর স্বভাব কল্পনা।
********************************
বাণী: মানব জীবনের জন‍্য প্রতিটি বছর খুবই গুরূত্বপূর্ণ। একটি বছর মানে একটি সফলতা। মানে একটি ব‍্যর্থতা! কর্মফলই সকল দিক ঠিকানা। তাই পিছনে চলে যাওয়া ও ফেলে আশা দিন যা যাবার চলে গেলো। নতুন বছরকে শুভকামনায় স্বাগত জানায়ে বরণ খুঁশি মন। হয় যেন ভাল বিধাতা নতুন সাথে এক করে নিয়ে সৌভাগ‍্যের দোয়ার খুঁলে দিও হে বিধাতা। রহমত করিও উন্নত মানব জীবন পেতে।।