যখন বুঝার মতন বয়স আমার
তখন হতেই দেখা-শোনা-মনটি!
কত জনেদের সাথে মিশে কোলে
চড়া. পড়ার সাথী, খেলার সাথীও।


কর্মজীবন ধর্ম সাধারণ উত্তম সূধা
প্রকৃতই কোথায় মেলা যেন ভার।
শুধুই দেখি; আসছি দেখে হায়রে
মানুষ মানুষেই কর্মফল; বিবেক!


একে অপরে করে দোষারোপ ঐ'
ভাবনার কেউ কখনও করেন না।
যেই শোনেন সেই বলেন তাই না'
যা যা যার যার মতন; আর কি?


আসলে হল কি সমাধান এ'ধরাতে
থেকেই গেলো হিংসা-বিদ্দেশ রেষ।
কেউ কাউকে চোখ মেলে দেখা দায়
দেখতে পারে না একে অপর জনার।


এমন করেই জীবন যাপন চলছেই
মন ঠেঁলা চল জীবন কোন মতের।
প্রতিটি ঘরে ঘরেই এমন করে চল
অসহায়ত্ব যাপিত নির্যাতিত জীবন।


কত ঠাঁট-বাট ভাল পড়া-লেখা সাথে
দামী চাকুরী বলন চলন অতুলনীয়তা।
দ্রুতই বনে যায় গাড়ি বাড়ির মালিক
আসলে প্রকৃত জ্ঞানী লোক কি পারে?


যতই যোগ্য হোক না কেন এ'সমাজে
একটি সময় করতে অপেক্ষা ধীরতায়
চল মন হিসাব কষা জীবন মান তবেই
শেষ বয়স কোন মতন জীবন পায় মান।


কেমন করে হয় মানুষ রাতারাতি ধনী?
সেই কথাটিই বলছি আমি চল্লিশ বছর
দু'নয়ন বিভোরতাতেই করছি কর্ম-ধর্ম
সঠিক মতন কই ভাল আয়-রোজগার?


কি করতে পেরেছি আসুন দেখুন সবে
কোথায় আমার দূর্নীতি আছে, করেছি
কি কোথাতে? কই আমিতো সংসারের
চাপ পরিবারের কথা কম আর বেশিই'


সমাজ বুকে সেবা দানে হতে পেরেছি
কি ধনী? না; না; না; কোন মতেই না।
এতো সহজ নহে অসৎ মন পাপী পথ
ছাড়া, সত্যনিষ্ঠার জীবন অমন হয় না।


ভাল কথা বললে শেষে সইতে হয় যে
ভীষণ বদনাম এই সমাজ তটেই মনুষ্য।
কি যে জীবনমান চলনে, ভাল মানুষ চাই
বলি অনেক জনাই মুখে; দেখা চল্লিশে।
××××××××××××××××××××××××××××
বাণী: ভাল মানুষ আছে বলেই অমানুষের দলেরা কিছুটা ভাল থাকে। ভাল মানুষ না থাকলে বিধাতা দুনিয়া ধ্বংস করে সকল মন্দকে বিনষ্ট করত: নতুন করে ভাল মানুষ পুনরায় প্রেরণ করে সুন্দর পথিবীর সৃষ্টি করতেন। কিন্তু বিধাতা যুগযুগ কোন না কোন ভাল মানুষ আছেন বলেই পাপিষ্টরা রক্ষা পাচ্ছেন। আল্লাহ্ দেখেন সংশোধন হয় কি না।