আমি কে কে আমাকে ভালবাসে?
কে কে চেনেন ও জানেন আমাকে?
অনেকেই দেখে চিনতে ভ্রু-কুচকায়!
অনেক ক্ষেত্রেই রয়ে অবচেতন অজানাতেই।


এই জীবন কি যে আমায় ভাবনাতেই
লাগে অবাগ যেখানে! ওহে মানুষ আমরা'
কেন এমন অপরিচিত রয়ে অন‍্য রূপের?
এখানে ভুল কোথায়' ঐ মনে নিজেকে প্রশ্ন জাগে?


রেখে জান জিজ্ঞাসিতে তবেই বলতে পারবে"
প্রকৃত পক্ষে সঠিক কোনটি? কেন হলো ঐরুপ?
আমি কে? আমাকে তো আমি নিজেই নিজে কে
জানতে পারি; তাই তো রয়ে অবচেতনার তরে।
===×××===
===×××===
বাণী: আপন জন আপন হতেই অচেনার কারণ একটীই সেটা হলো নিজেদের মধ‍্যে অন্ধত্বের বেড়া জাল তৈরি করে প্রকৃত সত‍্যকে লুকালে আপন জনকে না জানায়ে অপরের সাসে মিলে চলে আপনের বদনাম ঐ ব‍্যক্তির নিকটে প্রকাশ করে নিজের পরিবারের দুর্বলতা জানায়ে এক সময় ঐ ব‍্যক্তির দূর্বলতায় আঘাত হেনে সুযোগ গ্রহণ করে ভয়ংকর রুপ নিয়ে থাকে। যার ফলে মানুষ হিসেবে স্বাভাবিক জীবন যাপনে অবিচল চলমান হওয়া।