চরিত্র কি?
ইহা কি মামীর হাতে মোয়া?
সুস্বাদু না গোলাকার বৃত্তের
আকৃতির' না দেখতে চমৎকার!
পোশাকের মধ‍্যে লুকায়িত না!


ছোট ছোট ছেলে-মেয়েদের মধ‍্যে
'উহা ঐ যে লুকায়ে আছে! না কি সেই
যে; ঐ পাড়াতে থাকে আত্ম:গোপনে'
তাহলে চরিত্র কি? খুঁজে পাওয়া দায়!


ইহা কি চোখে দেখতে পাওয়া যায়?
না! থাকে তা ধরা ছোঁয়ারই বাইরেই।
আরে ওহে মানুষ আমরা ঐ যে সেই
তরে রয় যে চরিত্র নামক অপূর্বের!


মহা মূল‍্যবান সম্মান শব্দের অর্থটি
দ্বীপ্তমানে সুপ্ত প্রতিভার ন‍্যায় প্রদ্বীপ্তে
প্রজ্জ্বলিত হয়ে রহে মানুষেরই মাঝে
আহা! অমন উত্তম চরিত্র দাও বিধাতা।


আমরা মানুষরা উত্তম চেতনায়
ছোট বেলা হতেই সুন্দর স্বভাবের
অবতারণায় সদা-সত‍্যের ন‍্যায়ে
চললে মিথ‍্যাকে কখনও জীবনে


প্রশ‍্রয় না দিয়ে' উত্তম পন্থাতে
চললে পথ! কখনও করবে না
অনিয়ম, চুরি রাহাজানী, অপরের
গাছের ফল, অনিয়ম তান্ত্রিক ও


অবৈধ সম্পর্কে জড়ানো, অসভ‍্য
কথা-বার্তাতে লোক সমাজে হ‍্যায়
না হওয়া' সেই নিয়মে করে চললে
জীবন যাপন; আদর্শ আর ন‍্যায়ে'


প্রকৃত শিক্ষা অর্জনে করলে কর্ম
অন‍্যথা নহে! সেই অনন‍্যতায় ঐ
অপরূপ শোভাতে অপলক ধীর
চেতনায় সুপ্ত চরিত্র আলো ছড়ায়।


আহা! ঐ চরিত্রবান মানুষ গুলিই
পাওয়া খুবই দায় ( নারী-পুরুষ)!
এসো না গঠন করি চরিত্র নামক
উত্তম মানুষ হতে' কি যে সুখী হবে।


সেই তরে ঐ চরিত্র গুণের হাত ছানি
পেতে দেশ-রাষ্ট্র  অপেক্ষায় থাকে।
নিবে দায়িত্ব! অপূর্ব শোভাতে পাবে
অবলোকনে চরিত্র যা আখলাক সুনামের।
===×××===
===×××===
বাণী : চরিত্র মানব জীবনের মূল‍্যবান সম্পদ, নুন‍্যতম চরিত্র গঠন ছাড়া মানুষ জীবনে উন্নত জীবন লাভে ধন‍্য করা সম্ভব নয়। তাই অমূল‍্য সম্পদ! চরিত্র গুণ গঠনের মানব জীবনের কোনই বিকল্প নেই। প্রকৃত পক্ষে উত্তম চরিত্র করলে গঠন! তবেই প্রকৃত জীবন লাভে ধন‍্য হবে মানব জীবন অবলোকনে। অন‍্যথা নহে।