এই শোন পরিবার সকল
যাই ঘরের বাহিরে।
ঘরে আর ভালো লাগে কি?
পড়ন্ত বিকাল ঘণিয়ে!!


অপূর্ব আকাশ খানা ডাকছে
চলো যাই ঐ'ময়দানে।
অপূর্ব শোভাভরা হাওয়া বহে
দেখবো আকাশ খানা।


মনের মাঝে দোলায় ভরাবে
নির্মল বিশুদ্ধ হাওয়া।
হ্নদয় মাঝে আস্তার পরশ
মুক্তিকামী অনন‍্য মহ!


দেখো আকাশ খানার রঙ
সাত রঙের রাজাবাস!
মানব প্রেরণা অর্থ শোভা
এমন প্রেম প্রকৃতিতে।


সকলকেই যেন সমান ভাব
আলো বাতাস প্রেরণা!
দেয় আপন আপনত্ব বিকাশ
নিঃস্বার্থক আকাশ খানা।


বিধাতার দয়ার দান আকাশ
মানবতার তরে বিছানো।
চলো আকাশ দেখি আমরা
বিশুদ্ধতায় ঘরেতে ফেরা।
*****************
বাণী: মানুষ যখন তার নিজস্ব সফলতার সত‍্য নিষ্ঠার সঠিক জীবন অর্জন পথ সুগমন হয়। তখন নিজ চোখেই খোলা মনে অপূর্ব আকাশ দেখতে পারা অতিসহজ হয়। তাই চলো আকাশ দেখি নামের স্বার্থকতায় জীবন ধন‍্যতা পায়।