জীবন চলার পথ সুগমন রাখতে হয়
ঐ'পথ চলাতে জীবন গঠন চাই।
সেই জীবন মন তৈরীতে ধীর সংকল্প
ঐ'সকল দীক্ষা প্রত‍্যয়ীরাই দীপ্ত!


অগ্নি শিখা মানবতা জীবনবোধ মানুষ
তারাই পেয়ে থাকে প্রকৃত জীবন।
এমন জীবন গড়া প্রতিটি সুনাগরিক চাই
তবেই দেশ প্রেম সভ‍্যতা জাগ্রত।


অনন‍্য সুন্দর সুনাগরিক প্রতীয়মান রম‍্য
রসে ভরা যৌবন পিপাসিত স্বর্গ!
তারাই পাবে যারাই জীবন চলার পথটি
পরিস্কার রেখে স্বচ্ছতা লাভ ধন‍্য।


চলেছি এ'জীবন বিধাতার দয়া পেয়েই
আজও চলমান ধরণীর বুকটিতে।
মায়া কেউ দেখায়েছে কি না নয় তো কথা
কথা হল নিজে কি করতে পেরেছি?


তাই তো প্রশ্ন নিজ নিজকেই চলার পথটি
কারো উপকার করতে পেরেছি কি?
নিজ পাই আর না পাই সেটা চেতনা নয়
চেতনা কি করেছি ঐ'টাই বড় কথা।


জীবন চলার পথে যতটুকু নূড়ি কুড়িয়েছি
তার সবটুকু ভাল অপর মানুষ মাঝে;
বিলায়ে দিয়েছি বিনা শর্তে নয় তো বিনিময়
সেই মন জীবন চলাটি পথ সুগমন।
**************************
বাণী: জীবন চলার পথ সব সময় সুগমন রাখতে শিখতে হয়। জীবন চলার পথ সুগমন না রাখতে পারলে ভবিষ‍্যৎ জীবন হয় অন্ধকার। সেই জীবন কখনো সফলতা পায় না। যা সারাটি জীবন পস্তাতে হয়।