এমন কথা সবাই বলি; শুনেও থাকি সকল মুখে
চোর পালালে বাড়ে বুদ্ধি! সবাই তাই কয় কথা!
এমন করেই করছি গপ্ল-স্বপ্ল কতই ভাবনা বাক্য
আসল কথা তবে নয় কি বুদ্ধির মানুষ এ'ভবতটে?

চোর থেকে নিলে বুদ্ধি; তবে কি করে হবে বুদ্ধি
সুস্থ-সবল মানুষের, এই কথাটি ভেবেছি কি?
হায়রে মানুষ বড়ই আমরা আজব মানুষ সকল
এমন করেই বুদ্ধি গ্রহণ করি নিজ ও অপর জ্ঞান!

তাই তো কথা রহে; প্রবাদ বাক্যে মন‌ুষ্যিজনেরা
বলেছেন, বোকার মতন বলবে না কথা সকল।
সচেত হতে হবে মানুষ সকলকে। চোরও মানব
সন্তান তার বুদ্ধি হয়; হয় না বুদ্ধি সুস্থ-সবলের?

আসলে তা নয়তো; হেলালীতে করে খেলা সেই
মনে জীবন চলায় চলছি বোকার ঘাটেই সববাস।
তাই তো জীবন বোকাতে ভরা উদাসিন পরবাস
আপন ভূবণ জানা সকল মত্ত্বের হল সকল সেরা।

চোর পালালে বুদ্ধি বাড়ে, এমন কথাটি সত্য রয়
সমাজ বুকে ইতিহাস হতে জানতে পারি সকল।
আমরা মানব সকল কিছুই হতে সাবধান থাকলে
জীবন অনন্য; চোর পালালে বুদ্ধির হবে সংযত।
××××××××××××××××××××××××××××××××××××
বাণী: সমাজ ও সমাজের মাঝে এক বিভেদ থাকে। সেই বিভেদ ও বিভাজনই মানুষকে সংঘবদ্ধ করে থাকে। যারন্যায় মানুষ সুস্থ ভাবে বেঁচে থাকার জন্যে একতাবদ্ধ ভাবে পরিবার নিয়ে বসবাস করে থাকে। যার ফলে অনেক বিপদ-আপদ হতে রক্ষা পাওয়া যায়। অন্যথায় চোর পালালে বুদ্ধি বাড়ার মতন শুধুই গল্পই রয়ে যাবে সমাজ বুকে। যা সংশোধন যোগ্য হবার নয়।