মহারতি অপূর্ব জনা
হয় কি তুলনা অন‍্যে।
যার যেমন কর্ম ফল
তারাই পাবে তেমন।


চোর পুলিশ খেলা নয়'তো
বিজয় ১৬'ই ডিসেম্বর'৭১ইং!
তবে বিজয় অর্জনে কষ্টকর
সেই কষ্টার্জিত মর্ম-বেদনা।


একটি দেশের স্বাধীনতা'র্জন
ভিত্তি প্রস্তুর স্থাবক মূল শিকড়!
রচিত স্বাধীনতা সার্বভৌমত্ব
একটি দেশ; একটি রাষ্ট্র' রাষ্ট্রত্ব।


বেদনা বিদুর অনিন্দনীয় গল্প
দেশ যদি থাকে পরাধীনতা স্বীকার!
সেই দেশ ও দেশের জনতায়
নেমে থাকে হৃদয় প্রাণে অন্ধকার।


শত্রু দল করে সুখ ভোগ উত্তাল
শীত যত সব কাপন থরথর হয়'
অন্তর মাঝে প্রকম্পিত নোংরাতে
অসহায়ত্ব মনুষ্যত্ব অবিবেচক দল।


শত শহীদের রক্তের বিনিময় অর্জন
হয় একটি দেশের স্বাধীনতার সাধ!
দেশ পায় নিরাপত্তা অভয় এ'ধরার
তবেই তো হতে পারে অমূল জয়ী।


বিজয় মাল্য সকলে অর্জন পায় না
তারাই পায় যারা প্রকৃত অর্জন ত্যাগী।
প্রত্যয়ী আত্মঃপ্রত্যয় দীক্ষা মন সতত
দয়াময়ে বিশ্বাস অভিপ্রেত দেশ প্রেম!


সেই সকল সুসন্তান দেশ জনতার
এমন সন্তানের জন্ম যে দেশে তারা'
প্রকৃতই দেশ রত্ন সেরা বিজয় পূজারী
এক অসাধারণ নিঃস্বর্ত দেহত্যাগী।


আত্নার অভিন্ন জনাদের মধ্যে অনন্য
সুন্দর বিকাশ সৃষ্টির সেরা একজ'না।
যারা সেই দেশের গর্ব ও উষা আলোক
রশ্মির সুবর্ণজয়ন্তী পালন স্বাধীনতার্জন।


তাদেরই রক্তের বিনিময়ে অর্জিত হয়
পরাধীন দেশের স্বাধীনতা; তারাই ধন্য
পায় ধন্যতা সফলতার দিগন্ত উন্মোচন
একটি বিজয় স্বাধীন উত্তোলিত পতাকা।


আজিকের বিজয় আনন্দ ১৬ই ডিসেম্বর
যাদের তাজা রক্তের বিনিময়ে পেয়েছি'
তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অন্তর চিরায়িত
তবেই স্বার্থক জীবন এই মহা বিজয়ার্জন।


ধরে রাখি যেন আমরা এই ধারাবাহিক
মূল্যবান স্বাধীনতার্জন শক্তি ধর স্বর্গবাস!
তবেই স্বার্থকতা লাভে ধন্যতা জনতায়
অটুট জাতির বিবেক চৈতন্যতা মূল্যবোধ।


আজিকের এই বিজয় হয় যেন প্রতিটি
বাংলার ঘরে ঘরে সমস্ত সন্তানে রহিবে
সুবিবেক বোধতার জয় বাংলার বিজয়া
সারাটি জীবন ভর থাকবে জাতিগততা।


কেহ চোর নয়; কেহ পুলিশ নয়; এক
আমরা দেশ ও দেশের স্বাধীনতা মর্মে।
যত দ্বন্দই হোক না কেন মানুষ মনুষ্য
দেশ স্বাধীনতা অটুট অক্ষুন্নে সব এক।


তবেই ঐ লাল-নীল সমারোহে আবৃত্ত
অপূর্ব আকাশ খানায় উড়াল সুন্দরত্বে!
পতাকাটি এ'বাংলারই স্বাধীনতা প্রতীক
অস্বীকার্যতার সার্বভৌমত্ব শিকড় ঠিকানা।
××××××××××××××××××××××××
বাণী: বিজয় তখনই উপভোগ করা ঠিক! যখন একটি দেশের স্বাধীনতা অর্জনের প্রতি আত্মঃবিশ্বাস সকল নাগরিকদের মাঝে জাগ্রত থাকে। অন্যথায় মিছানন্দ ছাড়া আর কিছুই নয়।