আজিকের সেই দিনটিতে মনে পড়ে গেলো
আজ মা দিবসের সুভাষ ছড়িয়ে সমগ্রদেশ।
অনন‍্য এক অসাধারণ মমতাময়ী গর্ভধারিণী
মাতৃগর্ভা এ'ধরণী নিজ দেশ বৈদেশ সর্বোত্র।

আমি আমার কথা বলছি আমার মায়ের জন‍্য
আমি এই দুনিয়াতে এসেছি বিধাতার অসীম
দয়ার ভান্ডার হতে রহমত ও দয়াদ্র প্রেরণার্থ
আর সেই আমি আমরা সকল মায়ের সন্তান।

শিশুকাল কথা; কমলমতি ছিলাম আমরা সেই
কথাটি মনে পড়ে গেলো আজকের দিনটিতে।
পিতা-মাতার অবদান সর্বসেরা পরিবার অনন‍্য
সুন্দর নির্ভরশীলতা শৈশব মহত্ত্বতার সমাবেশ।

মায়েরই অবদান সেথা যথার্থতায় ভরা অপূর্ব
সুন্দর মুগ্ধতা সন্তান প্রতি মা যেন এক আস্তা।
সেই মায়ের সুখের কথা; ভাবনা সকল সন্তান
নিবে নিতে হবে আমাদের ছোট বেলার মতন।

তবেই আজকের মা দিবস প্রতিটি বছর পালন
যথার্থ হবে; স্বার্থক হবে এ'মা দিবস পালনীয়!
মায়েরা যেন সুখের পরশে থাকেন ভাল প্রফুল্ল
মন মাধূর্যতায় ভরা অভিনন্দিত মন-মানসিকতা।

সেই সুযোগ করে দিতে জানতে হবে সন্তানদের
মা যেন কোন প্রকার কষ্ট না পান সন্তান হতে।।
সেই তবেই সুখী মাতা পালনীয় মা দিবস স্বার্থক
'মা' যেন সমস্ত ঝঞ্জা হতে নিরাপদ-শান্তি কাম‍্য।
****************************
বাণী: মায়ের মমতা তখনই সন্তান মর্ম-মর্যাদা দিতে জানবেন। যখনই সন্তান মায়ের স্নেহময়ী শাড়ীর আঁচলের মায়া ভরা সন্তানের কারণ অকারণ ঘাম-কান্না-মুখখানী হথে মুছে শান্ত করার যে সুখ অনুভব। সেই সকল সন্তানই প্রকৃত মায়ের ভালোবাসা ও আজকের এই 'মা' দিবস পালন স্বার্থক প্রতিটি মা সন্তান কর্তৃক। আর তখনই সমস্ত মায়েরাই স্বার্থক সুখ বাস সন্তান সুখী-সুন্দর-জীবন-যাপন পরিবার মাদিবস উদযাপন অতিউত্তম।