মনে হয় লোক সাদা মাটা
তেমন বোঝে না।
আসলে খুব চতুরতা মন
কেমন তার চাহনি!


মানুষ চতুর স্বভাবের ভাল
ভন্ড চতুর অসভ্যতা!
সেই না লোকটি প্রকৃত মন
এমন চতুরতা স্বভাব!


নিজ জীবনের ক্ষতি সাধিত
অনল বিপাক যাপন!
করে যে জনেরাই চতুরতা
এক সময় ধ্বংস তারা।


সমাজ বুকটিতে রয় উদ্ভাস
উদারতা জীবন স্বর্গ!
বক্রতা মানব জীবন ধ্বংস
ঐ'মন চতুরতা কেন?


হয় দরকার মানব জীবনে
চতুর মানে ফতুর!
বেশি চালাকির গলে ফাঁসি
বেসামাল ভাবনা চতুর!
×××××××××××××××
বাণী: মানব জীবন অনেক মূল্যবান! সেই কথাটি মানুষকেই জানতে হবে। তবেই মানব জীবন স্বার্থকতার সহিত মানুষই নিজ হতে নিজেকে এগিয়ে নিবে। তারপর ন্যায় সফলতা পরিপূর্ণতা পাবে। অন্যথায় নয়।