চাওয়া;
চাই কি আমরা পাওয়ার মতন
যা চাই তা কি পেতে পারি!
চাওয়ার সাথে পাওয়ার মিলন
ঘটাতে জানতে জানলে তবে!


মনোনিবেশ ঘটাতে হবে নিজকে
আপন মনে সুপে দিবে মন।
সঠিক পথ জীবনমান অসাধারণ
মন প্রাণ আত্মা হ্নদয় প্রেষণা।


একটি রাস্তা সভ‍্যতা চেতনা জাতি
পথ চলতে বিকাশ বিলাপ।
অনন‍্য জীবন পেতে বিধাতার দয়া
নেই কোনই বিকল্প এ'ধরা!


চাওয়াটা জানতে হয় সেই প্রাপ্তির
সাধেরই অন্য রকম তৃপ্ততা।
খাঁটি সোনা হতে স্বর্ণকার পূড়ায়ে
কাষ্টে সোনা করে অলংকার!


কতকথা অন্তর মনে বলে কয়কথা
করে কর্ম শরীর ঘাম ঝড়ায়।
মানুষ হয় অলংকৃত সভ্যতা সমাজ
কর্মঠ জীবন চাওয়া সঢলতা।


পাওয়া;
মানব শিশুর যখন বুদ্ধি দেখা দেয়
তখন হতেই মনটি যেন নেবে'
সুন্দর সুবুদ্ধি দুনিয়া প্রশ্ন এমনটি?
আমি করবো জয় এ'পৃথিবী!


জানতে হবে জয় কেমন করে হয়
সেই জানাতে যেম কর্মকরা!
তেমনটি যেন ফল সঢলতা জীবন
মানদন্ড প্রাপ্তি উঁচু-নিচু সমতা;


যেমন কর্ম তেমন ফল আশা রয়
মন বলে কর্ম করেছি বেশ!
পাওয়া যেন পাই হে বিধাতা দিও
তুমিই সমস্ত কিছুরই মালিক!


মানুষ হয়ে জন্ম নিয়েছি কর্ম ভাল
জানলে ফলটি কেন মন্দ?
অপূর্ব কর্মফল সুন্দর সফলতা প্রাণ
আত্মার তৃপ্তি অবিচল পাওয়া।
×××××××××××××××××
বাণী: মানব জীবনের প্রতিটি চাওয়া যেখানে শুদ্ধিতা থাকবে। জীবন যতই অর্থকষ্টের হোক না কেন! সঠিক পথ চলায় মনধীরতা স্থির গতি লক্ষ্য উদ্দেশ্য অনুশাসন নিজে জানা। সেই সকল মানুষ কখনো জীবন যুদ্ধে পরাজয় বরণ করে না। ঐ'সকল মানুষেরাই জয়ী এ'সমাজ তটে। নিজে যেমন মানুষ হতে পারে; তেমনে অপরের পাশেও দাঁড়াতে সক্ষম।