কোথায় গেলে পাওয়া যাবে দাম
শতত সাধারণ চলা মানুষ আমি!
চলতে চাই সকল তরে উত্তমতা
অনন্য শোভা ছড়ানো দামী কথা।


দামী তো সেই কর্মফল স্বপ্ন ভরা
যারাই করবে উদারতা প্রাণ টান!
মূল্যবান মানুষ সভ্যতা বিকাশে
উদ্ভাসিত মুগ্ধ ঊষার আলোকিত।


স্বভাব-চরিত্র-আদব-কায়দা-মন
লোভ-লালসা-রইবে না মনুষ্যে!
লোভ-লালসা থাকবে কষ্টার্জনে
অর্জিত এক চমৎকার জ্ঞান লব্দ!


সেই তারাই উত্তম মানুষ সকল
দামী পরিবার সমাজ গ্রাম-গঞ্জ।
আমি দামী মূল্যবান ব্যক্তি সত্য
আমি দামী মানুষ নহে সন্দেহ।


কোনই ভুল মন চাই না কখনো
হৃদয় মাঝে বিধাতার নিয়মের!
সেই মন মানসিকতা জীবন চাই
সেথাই যেন চিরদিন থাকি প্রাণ।


কে আমাকে  দামী বললো আর
কে নয়? সেই কথার কোন মূল্য
নেই। কারণ আমি এমন কোনই
কর্ম করি না, যে কর্মফল মন্দ।


সেই স্বভাব করিনি কখনো তৈরি
যে স্বভাব মানুষ মন তৈরি বিঘ্ন!
পরিহার করি সব সময় ঐ'রকম
বন্ধু-বান্ধব-আপনত্ব-আমি দামী।


কাউকে ঠকাইনি জীবন সায়াহৃে
চলার পথ সুগম রেখেই চলছি।
আজও চলমান এ'ধরণী সর্বোত্র
বিনা কারণ দোষ নয় অমূল্যের।


এমন জীবন গঠন করা চাই ঐ'
জীবন হবেই হবে মূল্যবান এক
অসাধারণ মুগ্ধকর তৃপ্তি বেহেস্তী
উদারতা ভরা দামী স্বর্গ  জীবন।
××××××××××××××××
বাণী: কষ্ট করেই মানব জীবন গড়া চাই। যেই জীবনে কোনই অসহায়ত্ব নাই। সেই জীবনই কাম্য প্রকৃত ও আসল মানুষ পরিচয়। আর সেই সকল মানুষেরাই দামী ও মূল্যবান মানুষ। যা কখনো গিবৎ-বদনাম-কুৎসা রটনায় বিনষ্ট করা সম্ভব নয়।