দেখ সকলে দেখ আপনে
কেহ পর নহে এই জীবনে
আপন ভূবন ছেড়ে নাহি ঐ'
সেই মনের মাঝে পর পর।

জানতে হলে গড়তেই হবে
সেই হৃদয় মাঝেই স্থান দাও
নিজকে গড়তে জীবন মূল‍্য
হতেই পারবে তবেই অমূল‍্য।

শিশুকাল অবুঝ কাল সময়
কিশোরকাল সময়েরই সাথে।
কৈশোর বয়স যেন আপনত্বে
গড় জীবন নিজ বুদ্ধি খাঁটিয়ে।

দেখবে যোগ‍্য মনেরই যথার্থতা
পাবে যেন অসাধারণ সুখবাস।
সেই সুখ বাসেরই বাঁশরীর মনে
যেথায় ইচ্ছা সেথা ডানা মেলে।

হবে তুমি জগৎ সেরা মনটিতে
নিজে হবে জয়ী অপর ভাবনায়
সেই প্রেরণা রেখে সর্বত্র বিধাতা
যেন হন সহায় মানব কল‍্যাণেই।
××××××××××××××
বাণী : মানুষ যখন নিজ জ্ঞান বুদ্ধিতে শত পরিশ্রমের মাঝে নিজেকে বড় করে গড়ে তুলতে পেরে যোগ্য আসনে আর্শিয়ান হন। সেই কষ্টার্জিত প্রাপ্তিই হল ডানা মেলে উড়া। আর যখন একজন মানুষ পরগাছার মত অপরের ঘাঁড়ের উপর ভর করে চলেন সেই সকল মানুষই হল অদার্থের পরগাছা।।