এ'আমার দেশ
আমি বাংলাদেশী সন্তান
এই দেশ সার্বভৌমত্ব জনতা
সোনার বাংলাদেশ!


আমি  ভালোবাসী দেশকে
অন্তর দিয়ে ভালোবাসী
আপন নয়ন মন প্রাণ টান
সবই রয় এ'দেশের প্রতিটি শুভক্ষণে।


অকল‍্যাণ নয় তো দেখা কোনো কাল
সেই সুসন্তান কামনা দেশ রত্ন সকল।
প্রেমমাখা মহত্ত্বসেরা অসাধারণ মনন
জগৎ সংসার অনন‍্য অপূর্ব চেতনাময়।


প্রাণ দিয়ে ভালোবাসবে ধরে রাখবে
রাখবো আমরা সকল দেশ প্রেমিকরা।
সোনা সোনা লোক সকল বলি সোনা
এই দেশ বাংলাদেশ আমার আপনার।


দেশ প্রেম কাকে বলি, বলে কাকে?
এমন শব্দের বাংলা বর্ণমালা অর্থাবস্থা
জানতে হবে আপামোর-জনতা সকল
আমরা দেশ নিয়ে ভাবী; ভাবনা মনটি।


প্রকৃত দেশ প্রেম রয় কি ক'জনা জানি?
সভ‍্যতা ও দেশ প্রেম অনন‍্য শোভা ভরা
মুগ্ধ মন আর প্রয়াত সম্ভার ধীর মনবল!
নিজ দেশ দেশ প্রেম ব্রত: ঊষার আলো!


জ্বলবে মুক্তিকামী মুক্ত বাংলা মাতৃভাষা
নিজস্ব শর্তাবলী এমন একটি সুশাসনেরা
সুযোগ‍্য সন্তানেরাই পারবে মাতৃত্ব রক্ষা।
স্বাধীনতা সুখ লাভ ভোগ করি সকলেরা!


বেঈমান করি নিয়ে মন দেশ খেলা শত্রু
এমন সন্তান দেশ বাংলায় জন্ম কাম‍্যনয়
দেশ প্রেম রয় যেন শত শত কোটি কোটি'
যুগ-যুগান্তর এ'দেশ সকল মায়ের সন্তান।


তবেই স্বার্থক দেশ মাতৃভাষা স্বাধীনতায়
একমত পালনে; নয়'তো দ্বিমত মনুষ‍্যতা।
এই দেশ আমার আপনার সকল জনতা।
***********************
বাণী: দেশ প্রেমিক সন্তানেরা কখনো নিজ দেশকে ঘৃণা করতে পারে না। আর যে সকল সন্তানেরা নিজ দেশকে ঘৃণা করে। সেই সকলেরা কখনো দেশের সুনাগরিক ও সুসন্তান হতে পারে না। ঐ'সমস্ত সন্তানেরা কুসন্তান বলে কলংঙ্কিত।