ঐ'সবুজ ফসলের ক্ষেতের সীমানায়
একপাঁয়ে দাঁড়িয়ে ঠাঁই রহে তালগাছ
ফলবান গাছটিতে প্রতি বছর সাঁজে
মৌসুমী ফলে আসে গুঁটি কত রপে।

অপূর্ব গোলাকার মাঝারী বেশের
শোভাতে নরম পানি-পানির তরল
শাসেরই রুচি বোধের মন মাতানো
তিনকোয়া বিশিষ্ট‍্য ভালোবাসা চিহ্ন।

খাই আমরা সকলেই খুব খুঁশি মনে
ঐ'পর্ব শেষে তালফল পেঁকে গাছের
শাখে, পাকা ফল ঝরে পড়ে ধানেরই
ক্ষেতে, সেই পাঁকাতাল বালক তিনে

কুড়িয়ে নেয় আপন মনে তালপিঠা
খাবে বলে কি যে সেই আনন্দ মনে।
ভাদ্রমাসেরই ইতিকথা মনে রেখে ঐ
মজার পাঁকাতাল পিঠা-পুলি পাবনে।
♦♦♦♦♦♦♦😄♦♦♦♦
বাণী : ছোট বেলার অমর স্মুতি যেন আপনত্বের অপূর্ব স্মৃতি কথা। যা সারাটি জীবন মনে থাকে। সেই জন্যে দরকার খুব ভালো সহপাঠী। য সত্যই বড় হলে যাতে হৃদয়ে রেখাপাত না করে।।