জেনেছি;
শিশুকাল ছোটবেলা কতকথা
এ'কোল ও'কোল ঐ'কোল!
মায়ামমতা স্নেহ আদর যত্নরা
সব পেয়েই বড় হই শিশুরা!


হাতে খড়ি শিক্ষার মান-পত্র
মা-বাবা শিক্ষা হাত-খড়িতে'
বড়রা আপন জনারাও সবাই
শিশু শিক্ষাশুরু পরিবার মহত্ত্ব!


সকল ক্ষেত্রেই শোভা ছড়ায়
শিশুমন আপন ভূবণ স্বভাব!
বড় হতে থাকা আর প্রয়োজন
উচ্চতা উচ্চমাপকাঠি ঠিকানা।


আদব-কায়দা-আচরণ-সভ্য-
শিষ্ঠাচার-খাওয়া-পড়া-আবাস-
চিকিৎসা-পোশাক-পরিচ্ছদসহ
শিক্ষা-ব্যবস্থা-শিক্ষা-উপকরণ!


মানবিকতা গঠন-চরিত্র-স্বভাব
অর্জন দক্ষতা ভাল-মন্দ-বেদনা
সুখ-দুঃখ-হাসি-কান্না-সমবেদনা
উচু-নীচু-ছোট-বড়-ধনী-গরীব!


দেখা;
সবই দেখা শোনা রয় জানা এক
এই জগতটিতে এ সকল কথার
জন্ম-জন্মান্তর মানুষ মানুষ নিয়ে
নয়তো কোন বাক্য পশু-জীবজন্তু।


দেখা হয়েছে বেশ কিছু দেশ-দশ
বইয়ের পাতায় পাতায় শব্দ বর্ণ!
জানা অজানা অনন‍্য শোভা ছড়ায়
লেখা নেই কোথাও অসত‍্য করতে।


তবে কেন করি করে থাকি মানুষ
আমরা মিথ‍্যাচার অসভ‍্যতা মানুষ
হয়ে মানুষের সহিত। কোন ধর্মগ্রন্থ
সকল পাঠ‍্য পুস্তুকেও নেই খারাপ!


দেখছি;
সভ্যতার বিকাল দেখছি; দেখবো'
অজানা অনেক কিছুই রয় জীবনে।
জানার শেষ নেই এ'পৃথিবীর বুকটি
অনন্য অসাধারণ শোভাভরা দুনিয়া!


অপরের জমিন ছোট করে করি নিজ
জমিন বড়; এমন কর্ম কে শেখালো?
এমন অনিয়ম কোন ধর্ম বই পুস্তুকে
পেয়ে শিখে হয়েছে অমানুষ ঐ'ওরা?


দেখা যারাই করছে অপরাধ দেখছি
তারা ও তাদের প্রজন্মরা হচ্ছে সর্বে-
সর্বা শেষ সহায় সম্বল পরিবার পরি-
জন দিশেহারা সর্বনাশার নীলাখেলা।
*********************
বাণী: জেনেছি, দেখা ও দেখছি! সব জানাই জানতে হবে জানার মতনকরে। সব দেখাই দেখতে হবে প্রকৃত জ্ঞানালোয়। দেখছি তা যেন জানার মতই দেখতে হবে। তবেই কোন হেয়ালী হবে না শূণ্যতা পূরণ অপূরণে। সেই যেন জানা অজানা;দেখা অদেখা; দেখছি অদেখা বিদ্যতা অর্জন পূর্ণতা শোভা ছড়াবে। অন্যথায় ভুল দেখা ও ব্যাখ্যা অনেক বড় ক্ষতি সাধন হতে পারে মানুষ মানুষ হতে। তাহলে তো অন্ধকার বসবাস শ্রেয়। চোখ থাকতে যে সকল মানুষেরা অন্ধ! ঐ'সকল লোকেরা প্রকৃতই চোখ থাকতেই অন্ধকার গহীন গোঁহায় পতিত। ঐ;সকল লোকেরা অমানুষই রয় সারাটি জীবন।