দেখা হয়েছিল কথা বলেছিল
সে এক মধুময় সময়।
বয়সটিও তেমন ছিল দু'জনা
ঐ'কলেজ অধ‍্যায়নরত।


অপূর্ব রূপসী সুশ্রী-মায়াবীমুখ
গঠন-পঠন-অনন‍্যসেরা।
কলেজ ক‍্যান্টিনে আড্ডা গল্প
মধুময় মনোলোভা ঊষা!


দু'চোখ উভয় চাহনী অপূর্বায়
পরিপূর্ণতা শোভা ছড়ানো।
কতটা লাগতো ভাল দু'টিপ্রাণ
সব ছিল বাঁধন ছাড়াপ্রেম।


একদিন অদেখায় প্রাণ অস্তিরতা
ছলছল চোখ জল-টলমল।
শূন‍্যতা কোথায় একে অপরজনা
মেলাতে মহত্ত্বত্বা আকর্ষণ!


এমন ভাবনা দেখা প্রেম বিনোদন
অভিনন্দন প্রতিদিন দেখা।
একদিন কলেজ বন্ধ শূন‍্যতায় হ্নদয়
বন্ধুর বন্দন অদেখা অতৃপ্ত।
*********************
বাণী: প্রেম হল মনের অসত‍্যের অনুসন্ধ‍্যান। অপ্রাপ্ত বয়সের প্রেমঅনুশাসন কখনোই সফলতা পায় না। প্রতিদিন দেখা জাগ্রত উভয় দু'টিপ্রাণ হ্নদয় টান। প্রেম তখনই জাগ্রত জাতিতে পরিপূর্ণতা পায়। যখন উপযুক্ততায় একে অপর যোগ‍্য হয়ে সুন্দভবিষ‍্যৎ জীবন কামনায় পথচলতে সক্ষম হথে পারে।