অসম্ভব বলে কোন শব্দ হয় না
সম্ভাব ইচ্ছা মন রয় হ্নদয় মন!
সভ‍্যতা পেতে অনন‍্য শোভা প্রাণ
চেতনা মন জাগ্রত স্বপ্ন চূড়ামন।


পুষ্প সৌরভ শোভা ছড়ানো গন্ধ
এই গন্ধ আর দূরগন্ধ নয় সুগন্ধী!
চমৎকার রচনা একটি সুন্দর পূর্ণ
ঐ'তিহাসিক মাইল ফলক প্রেরণা।


অনুশাসন দীপ্তমান নির্বাচনী কথা
রক্ষায় ধীর মনোবল অবাস্তবতা!
সেখানেই বাস্তবতা পরিচয় ঘটা
দক্ষিণ বঙ্গ জনতা পেল রেলপথ।


এমন সুগমন সু-শৃঙ্খল অবহেলা
ভরা দেশ স্বাধীনতা এ'পর্যন্ত হয়নি'
কখনো অত্র এলাকা যত সরকার
এসেছে এ'দক্ষিণা বাংলার উন্নয়ন।


উত্তর নেতা-নেত্রী পেয়ে পার্লামেন্ট
নিজ এলাকা করেছে বেশ উন্নয়ন।
যিনি বঙ্গবন্ধু এনেছে পূর্ব পাকিস্তান
ব্রিটিশ সামরাজ‍্য ছিনায়ে স্বাধীনতা।


তাঁকেই গভীর ষড়যন্ত্র সপরিবারকে
হত‍্যা-যজ্ঞা-লঙ্কা-কান্ড-নিঃস্ব সকল!
এমন বরবর জাতি কালো রাত তৈরি
সে মীরজাফর তলিয়ে দেয় স্বপ্নতরী!


আর সেই ডুবন্ত স্বপ্নতরী কোন মতন
ডালপালা জীবনে বেঁচে থাকা মাত্রই!
এতো ভাঙ্গা স্বপ্ন জেগে থাকা অঘুমা
হ্নদয় জনতা স্বপ্নচূড়া দেশ রত্ন নেত্রী!


অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে বাংলার
মানুষের পাশে দাঁড়ানো সহজ নয়!
তারপরও একেক করে রক্ষা ওয়াদা
পালনে দীপ্তমান দীক্ষায় দীক্ষিত মন।


সেই অনুপ্রেরণায় দক্ষিণ বঙ্গজনতা
পেলেন একটি স্বপ্নের রেলপথ চলা!
দৃষ্টি নন্দন অসম্ভব আরেকটি ব্রীজ
পদ্মা বুকটি উপর অসম্ভব সৌন্দার্য।


সত‍্য যেন বাংলাদেশের অবকাঠামো
তীর্য-বীর্য-আধুনিকতা ভরা বিশেষ!
ভূমিকা রাখবে স্বাক্ষর কারবার কার্য
উন্নত হবে মানুষ মান জীবন ধারা।


পবিত্র শুক্রবার ৭ই সেপ্টেম্বর'২০২৩
দক্ষিণ বঙ্গের স্বপ্নের রেলপথ পদ্মার
উপর দিয়ে উদ্ধোধন পূর্বেরই ট্রায়াল
যেন এক অপূর্ব দীপ্তমান বাস্তবায়ন।


মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার
ও আমরা জনতা নিজ জেলা বৃহত্তর
ফরিদপুর বাসী ও বরিশাল-খুলনাসহ
প্রতিবেশী দেশ পেল রেল যোগাযোগ।


ট্রেন চলেছে ট্রেন লপ্পর ঝপ্পর কইরা
ট্রেন চলবে এখন হতে দক্ষিণ বঙ্গের
পদ্মা পাড়ি দিয়ে'রে আশা পূরণ রয়
শুভ-সূচনা শুভকামনা উন্নয়ন ধারা।
*********************
বাণী: দক্ষিণ বঙ্গের দু'টি আশা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পূরণে বদ্ধপরিকর নির্বাচনী ওয়াদাও ছিল বটে। যা অবাস্তব ও অসম্ভাব বলে অনেকেই ধরে নিয়ে বিরোধী নেতা-নেত্রীরা উপহাস ও করে নানার অন্তরায় সৃষ্ঠি করাসহ হ‍্যায় প্রতিপন্ন নাস্তানাবুদ এর পাঁয়তারায় দেশ বিদেশ ষড়যন্ত্র করতেও দ্বীধাবোধ পর্যন্ত ছাড়ে নাই। সব বাঁধা অতিক্রম করে  মানসকন‍্যা দীপ্তমান চেতনায় নিরলস পরিশ্রম ও কূটনৈতিক দীক্ষায় বিজয়ী। আজ দৃশ‍্যমান সেই স্বপ্নের পদ্মা সেতু ও রেল পথ চলমান। ইতিহাস সাক্ষী হয়ে রইল। যদি থাকে সৎ সাহস ও প্রত‍্যয়ী মনোবল! কোন বাঁধাই বাঁধা নয়।