ধর্ম হয় শিষ্ঠাচার চরিত্র নৈতিকা
                  ধর্ম হয় আদর্শ মানব জীবন সৃষ্ট!
এক অসাধারণ নীতি নৈতিকতা
                  ধর্ম হয় উত্তম মানব প্রত‍্যাশার।


ধর্মহীন মানুষ জীবন চলন যাপন
                  পশুমন যারপর ন‍্যায় দিকহারা প্রাণি।
ধর্মই মহান মানবতা সেবা স্বর্গ
                  আল্লাহ্ যা কিছু সূষ্টি করেছেন।


সবই মানুষের কল‍্যাণ জ্ঞানলোতে
                  অপূর্ব সুখশোধা ভোগ মানুষ সকল।
সুন্দর মন সুন্দর পৃথিবী মানুষভোগ‍্য
                  সেই পৃথিবী পেয়ে মানুষ ধর্মহীন মন।


কেনরে মানুষ ধর্মের সভ‍্যতার বেড়া
                  ভেদ করে করছো কোন হেয়াল খেলা?
ধর্ম শিষ্ঠাচারই প্রকৃত মানব কল‍্যাণ
                  ধর্ম শিক্ষার নৈতিকতা ব‍্যতিত শূন‍্যতা।


মানব জীবন চল মুনাফেক ভাবান্তর
                  জীবনকে আলোকিতে ধর্মজ্ঞান চাই।
অন‍্যথায় মানব জীবনের চল অযথা
                  শুভসকাল; শুভকামনা; সবই শুভ!


ধর্মে যা কি আদেশ উপদের উল্লেখ‍্য
                  সবইমানব কল‍্যাণ বয়ে আনে সর্বত্র।
বিধাতার দয়া সময় নিষ্ঠতা কর্মঠমন
                  সর্বস্তর সর্বত্রে আখলাক গঠনে চলন।


সেই মন প্রাণ চোখ দৃষ্টি আত্মস্পন্দন
                  উপলব্দি সঠিক চলমানবকে বলা রয়।
কেমন করে চলবে মানুষ মনুষ‍্যত্বতায়?
                 পবিত্র কোর।আন শরীফে সমস্ত উল্লেখ‍্য।
**********************************
বাণী: চলমান...