ওহে মানুষ সকল কানটি পেতে শোন
চোখ থাকতে দেখে নাও।
সময় থাকতে জ্ঞান অর্জনে ব্রতঃ হও।
নৈতিক স্বভাব চরিত্র গঠন।


এমন মনটি তৈরিতে নিজ কল‍্যাণ হয়
ঐ'রূপ আদর্শ জীবন কামনা!
কল‍্যাণকামী মানব জীবন চলমান মন
সেই মনটিতে দেখা উত্তমতা।


সহজ সরল জীবন কামনা প্রতিটি মনুষ‍্য
পায় অসাধারণ এক উজ্জ্বলতা।
বিধাতার বিধান নিয়ম শিষ্ঠাচার সর্বোত্তম
দীপ্তমান কামনা সকল মানুষরা।


উদারতা সহমর্মীতা  দরদমাখা নৈতিকতা
সুশিক্ষা অর্জন চমৎকার মানুষ।
পরিবার পরিজন শোভা সভ‍্যতা বিকশিত
সুঘ্রাণ মায়া কানন বিরাজমান।


পবিত্র রমজান মাস ধর্মীয় আস্তাদন সিয়াম
সাধনে এক অনন‍্য শোভাভরা।
এমন মাস তুলনা হয়না অন‍্য কোন মাসের
সংযমী অসাধারণ অর্জন দীক্ষা।


মানব জীবনে যতটাই অর্জন আমরা করি
সকল অর্জন সেরা ধর্ম নৈতিকতা।
সেই জীবনের আলোক ব‍্যতিত জীবন শূন‍্য
আমরা মানুষ পরিচয়ে মনুষ‍্যতায়।


ধর্মীয় জ্ঞান আলোয় আলোকিত নয় জীবন
শূন‍্যতায় পূর্ণতা পেতে পারেনা।
আশা করাটাও ভুল ঐ'মানব জীবন সায়াহ্নে
অলীক চেতনা অনভিপ্রেত মন!


তাইতো সভ‍্যতার বিকাশ ছড়াতে পরিবার
সমাজ বিশ্বপরিক্রমা জগৎ সম!
সকল মানুষকে জীবনে প্রকৃত সুখ চাওয়া
ধর্মীয় নৈতিকতা জ্ঞান অর্জনেই।


অন‍্যথায় জীবনে কখন কোটি টাকা বিলাস
উন্নত জীবনমান আসবেনা সুখ।
জ্ঞানীরা দেখতে পাবেন গভীর জ্ঞান আলো
অজ্ঞানীরা লোভে চোখ অন্ধকার।
**************************
বাণী: একটি কাজ করার পূর্বে কম করে হলেও দশবার ভাবতে হবে। কাজটি করাটা সঠিক ও শুদ্ধ হয় কি না। না ভুল হলে নিজসহ অপরের ক্ষতি হতে পারে? সেই চিন্তা চেতনা কাজ মাথায় রেখে কাজ করলে কাজটি সঠিক হয় ও ভুলও হতে পারে না। আর চেতনার মানুষেরাই উত্তম জ্ঞানের অধিকারী এবং আল্লাহর বিধান মান‍্য করে চলা অতি উত্তম মানুষও বটে।