অনেক সময় দিনক্ষণ সপ্তাহ মাস বছর
কয়েকটি মাসের একত্রিত ভাবনা!
যুগের পর যুগ জ্ঞান লব্দ বিদ‍্যাপূর্ণ প্রাণ
আত্মার অনুভূতি হ্নদয় প্রেম ভরা!


আমরা মানুষ সত‍্য বটে তবে মানুষ হতে
প্রকৃত পক্ষে বিধাতার তাপ্তিক জ্ঞান!
অর্জন অবশ‍্যই অবধারিত এ'ধরণীর বুকে
সমস্ত দাম্ভিকতা ত‍্যাগ নম্রতা মনটি।


জাগ্রত জাতি অনন‍্য সুন্দর জীবনবোধ ঐ'
অর্জন সুকর্ম সুশিক্ষা মান‍্য বিধাতায়!
মুক্তিকামী অপূর্ব বিদ‍্যতা দখল প্রাণ টান
চেতনা সমেত অধীর আগ্রহ দু'নয়ন।


ধর্ম শিক্ষা ব্যতিত মানব জীবন শূন্য চরণ
সেই মানুষেরাই মহা বিজ্ঞজ'না হয়!
যারাই মান্য করতে জানে বিধাতার অদৃশ্য
নির্দেশনা ভরসা ভয় জ্ঞানালো জয়।


সফল জীবন সফল চলা উত্তম আলো ভরা
ঐ'সকল বিদ্যতাপূর্ণ প্রচেষ্ঠা মানুষ!
দিগন্ত অন্ধকারাচ্ছন্ন বাতি আলোতে উজ্জ্বল
সেই আলোকিত মানুষরা ধর্মাজ্ঞান।
××××××××××××××××××××××××××
বাণী: ধর্ম জ্ঞান অর্জন ব্যতিত কোন মানুষের পরিপূর্ণ জ্ঞান লাভ হয় না। সে যে ধর্মের মানুষই হোক না কেন।