ধর্ম হল শিষ্টাচার!
আদর্শে ভরা বিধাতারই
বাণী যাহা মানবেরই
চলতে ন‍্যায়ের পথে
নির্দেশ দিয়েছেন সৃষ্টিকর্তা।
সকল নিয়ম-কানুনই
পবিত্র ঐ' ধর্ম গ্রন্থে।


মানব জীবনেরই আলো
জ্বালায়ে বাতি ঝলমলে
আলোর দিগন্তেরই তরে
বরবরিত মানব জাতিকে
ধ্বংসেরই হাত হতে
রক্ষার্থে যুগে যুগে
আল্লাহ্ প্রেরণ করেছেন
হেদায়েতের জন‍্যে নবী ও রাসূল।


মানুষেরই পশুগুলি নিতে
চাইনি হেদায়েত ঐ'সময়ে!
আল্লাহ্ রাব্বুল সর্বশেষে
শেষ প্রচেষ্টাতেরই চেতনায়
দীপ্তমানেরই তরে সারা
জাহানের মানব কূলেরই
এক অনন‍্যের উদ্ভাসিতেরই
আলোর দিগন্তে মানবেই


কল‍্যাণকামী অনুশাসনেরই এক
উৎসাহিতের অমূল‍্যবান ধর্ম
গ্রন্থ! ইসলাম যাহারই
উপর নাযিল করবেন?
সেই ভাবনাতেরই জাগ্রত
চেতনাতে এই দুনিয়াতে
আনলেন আল্লাহর পিয়ার
হাবিব হযরত মুহাম্মদ (সাঃ) কে!
তিনিই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ্য নবী ও রাসূল।।


চল্লিশ বৎসর বয়সেই
নব‍্যুয়ত লাভে সহায়ক
হন আল্লাহ পাকেরই
একান্ত ইচ্ছাতেরই চমৎকার
দায়িত্বেরই এক অসাধারণ
ভাবনাময়েরই গুরু চেতনার।
স্থানটি মক্কা শহরেরই
হীরা-পর্বতের গুহায়!!


তিনি হলেন আমাদের
মুসলিম জাহানেরই এক
উজ্বল-ঝলমলেরই নক্ষত্র।
মহা মানব কূলেরই একজনা!
যার তুলনা মেলান
এই জগতেরই বড়ই
দ্বায়! তিনিই হযরত
মুহাম্মদ ( সাঃ) মুসলিম
জাহানেরই নবী ও রাসূল!


মানুষ চলবে সত‍্যেরই
পথে। অর্জন করবে
ধর্ম-জ্ঞানেরই আলোতে
ভরা সুন্দর পথেরই
দীক্ষাতেরই এক সুষমেরই
পরিশুদ্ধ শক্ত-মজবুত জ্ঞান।
সেই তরে মানব


জীবন হবে উদ্ভাসিতেরই
চরিত্র গঠনের অনন‍্য
এক গুণি মানুষের মত
মানুষ। সারা জাহানেরই
অনন‍্য ধর্মেরই হতে
পার্থক‍্য দেখা দিবে
আখলাক ও চরিত্রে।


এই হল ধর্মেরই
মূলবাণী সদা-সত‍্যের
পথে চল! সুন্দর
জীবনেরই তরে ভাবনাটা।
রইবে এক মানুষ
অপর জনেরই কল‍্যাণে।
আমার মতে ধর্ম
জ্ঞানই বলে মানবেরই
তরে। মহান-মানবতাতে
রহে ধর্ম মানবতায় অনন‍্য।
===***===
===***===
বাণী: যে মানুষ গুলি ধর্ম জ্ঞানের তেমন কোনই জ্ঞান রাখেন না। কোন কোন ক্ষেত্রে ঐ'সকল মানুষ গুলি অজানাতেই ধর্ম নিয়ে মাথার চুল ছিঁড়ে ফেলেন। প্রকৃত পক্ষে জেনে দেখা যায় যে তার কান নিয়েছে চিলে কে বা কাহারা বলেছে। যাহা মোটেও সত্য নহে! কানে হাত না দিয়ে, সেই চিলের পিছনে দৌঁড়ায়ে অস্তির হয়ে ঘরে ফিরে এসে স্ত্রীকে পিটায় আর বলে আরে তুই গেছিলি কোথায়, যে আমার কান নিয়ে গেছে চিলে? অথচ কান তার নিজেরই কানে রয়েছে। সেই সকল ধর্মান্ধের লোক গুলিই বিতর্কিত সমালোচনার স্বীকার হন। যার ফলে সমাজে অনেক বিতর্কের সৃষ্টি হয়ে থাকে। যা কখনও কাম‍্য নয়।