ধর্ম হল সহজ লব্দ জানলে আয়ত্ব নিজকে
বিধাতা তবেই সহজ করে দেন পালনীয়ে
মানব জীবন এমনই জীবন সৃষ্টি বিধাতার!
একটি শিশু আনেন এ'ধরায় উছিলা মাত্র।


সেই শিশুটির পরীক্ষায় রত পিতা-মাতা
লালন-পালন শিক্ষা-দীক্ষা আপন-ভূবন;
আদর্শ নীতি নিয়ম কানুন শিষ্ঠাচার ব্রত:
উঠবে গড়ে সেই নিয়মে গড়বে জীবনটি।


সেই আদর্শ মহানুভব জাগ্রত জাতি প্রথা
চলবে মানব মানবে আপনত্ব সেরা মর্ম!
আসবে মানুষ মানুষে সুখ বিধাতা হতেই
পাবেন দয়া মমতা অনন্য সুন্দর জীবন।


এমন কথা বলা রয়েছে ধর্ম নামক গ্রন্থে;
খুব সুন্দর সহজ সরল অবনীলায় বর্ণিত।
নেই কোথাও সামান্যতম অপকর্ম ভাবনা
রচিত একটিও বিধাতার অনুশাসন মান্যে।


তবে কেন কিসেরই নেশায় কোন কারণে
করছি আমরা মানুষ নাম জপে বড় হয়ে
বিপথগামী মুক্তচরণ হরহামেশা উচুনিচু
অপকর্ম অপবাদ চোর-ডাকাত-খুঁনাখুনি?


পরনিন্দা-পরচর্চা-লোভ-লালসা-অহংকার
কেন করছি আসছি করে, ভেবেছি কি শেষ,
পরিণতি এক সময়ে নিজ ও নিজ পরিবার
হয়েই থাকে ক্ষতির ক্ষতি বিপথগামী সর্বা।


ধর্মজ্ঞান শূণ্য চরণ উচ্ছাবিলাসী সাধনশূণ্য
এক সময় রাজা-বাদশা অন্য সময় ফকির
দেখবে ভাববে সেই মনটি যদি রয় মানবে
মনুষ্যত্ব জাতিগত জাগ্র্রত জাত ধর্ম প্রেরণা।


ধর্মই আদর্শ ধর্মই শিষ্ঠাচার ধর্মই গুণাবলী
মানব জীবন পরিচালিত এমন আদর্শ প্রথা!
সুশৃঙ্খলা-নিয়ম-কানুন-রীতি-নীতি-আদর্শ;
মানব তৃপ্ততা' সেই ধর্মকে জটিল করিও না।
××××××××××××××××××××××
বাণী: সৃষ্টিকর্তার সৃষ্টির কোনই ভুল নেই। সৃষ্টিকর্তার সৃষ্টি জীবের নিবুদ্ধিতার কারণেই সমাজে অপকর্ম-অন্যায়-লোভ-লালসা- খুন-খারাপী-মিছাপ্রেম-বিরহ-হাইজ্যাক-ছিনতাই-বদনাম-গীবত-নারীলোভী-পুরুষলোভী-পরচর্চা-অসহায়ত্ব-আত্মনাদ-ভুলব্যাখ্যা-হিংসা-বিদ্ধেষ-সমালোচনা-দাম্ভিকতা-অহংকার-যোগ্য না  হয়েও যোগ্য সেজে চলা-যোগ্যতা অর্জনে কষ্ট-সহজ পথে অপরাধ তৈরি-সমাজ বিনষ্টের কারণ। যা একান্তই মানব নামক অপদার্থ জানোয়ারের অবজ্ঞের ফলেই। সেই সকল মানুষরুপ জানোয়ারেরাই সমাজের বড়ই বোঝা ও কলংঙ্কিত। অজ্ঞানে ধর্মকে অপব্যাখা দিতে থাকে। যা কোন অবস্থাতেই ঠিক নয়।