এক দিগন্ত শুরু ছিল চলতি বৎসর
দুই হাজার বাইশ যেন করোনাকাল।
হতাশা কাঁটায়ে পাই যেন ভরসামন
বাঁচা মরার শংঙ্কা তারপরও প্রেরণা।

অনেক ভরসায় বুকটিতে প্রাণাত্বে
মুক্তিকামী মুক্তমন অনেক আশায়।
মানব জীবন বলে কথা চলমানে
চলছি চলতেছি যাপিত একান্তে।

মহান আল্লাহর নিকট শুকুরিয়াতে
করছি আদাই ভুল-ত্রুটি মার্জনায়।
পাই যেন তোমারই দরবারে ঠাঁই
সেই অনুশাসন মনটিতে প্রার্থনায়।

বলি ওহে রহমানুর রাহিম পরওয়ার
দিগার। তুমিই আমার ভরসা রও।
তোমার আড়সেরই নীচে দিও ঠাঁই
এমন করেই চলাচল এ'দুনিয়া বুকে।

তেমন করেই আশা রেখেছি ধরাতে
অনেক সময় ধৈর্যধারণে কষ্টলাগে।
মনে হয় এতো সঠিক পথে চলেছি
আসছি চলে করি নাই কোন অন‍্যায়।

আল্লাহ্ কেন দেন না সহজ প্রতিদান!
হয়তো মনের অজানাতেই বলেফেলি;
যা ঠিক নয়; দোষারোপে আল্লাহকেই!
অহংকার হয় কথা এতো সঠিক জীবন।

চল আমরণ দীক্ষা থাকি যেন মহত্ত্বের
মর্মভেদ সৃষ্টিকর্তার আদেশ নির্দেশেরই।
এক সময়ে দেখা মেলে সত‍্যই অনুপম
অনুধাবন নিজ হতে মান‍্য সঠিক বিধান।

আত্মার প্রশান্তি প্রাণের সুগমন স্পর্শের
আপন ভূবণ অনন‍্য সুখ শান্তির নিশানা।
একেক করে মিলায়ে দেন সকল সুখেই
জীবন চলার পথ প্রেরণায় সঠিক প্রেম।

আহা পাই যেন সুখ জীবন যাপিত মন
তৃপ্ত যুগান্তকারী সুন্দর দিগন্ত উপহার।
সবই দেন আল্লাহ্ যথাযথ সময় মতই
"দুই হাজার বাইশ শেষান্তে" তাও পূর্ণ।
*****************************
বাণী: আল্লাহর উপর ভরসা করে বসে থাকলে মানবের চলবে না। দেখবেন পশু-পাখিও বসে থাকে না। বিচরণ করে বেড়ায়। তাই মানুষকে অবশ‍্যই পবিত্রতার সহিত সদা আল্লাহর নাম স্মরণে কঠোর কর্মঠ মনোবলে নিজকে সমাজে সত‍্য-নিষ্ঠার প্রতিষ্ঠিত হওয়ার যথাযথ সন্ধ‍্যান কামনায় কর্ম করে প্রতিষ্ঠিত হওয়ার অপর নামই হল আল্লাহ হতে প্রাপ‍্য প্রকৃত সত‍্য-নিষ্ঠার অর্জিত মানুষ। অন‍্যথায় আল্লাহর নিকট চেয়ে হাত গুঁটিয়ে কাহারো দয়ায় দু'এক বেলা পরনির্ভর খাওয়া ছাড়া আর কিছুই নয়।